রাশিদ রিয়াজ : নামাজে ঈমাম কোরান তেলাওয়াতের সময় কি গভীর মনোযোগের সঙ্গে তেলাওয়াৎ করছেন তা নামাজিরা তা শুনছে, তাদের অশ্রু গড়িয়ে পড়ছে। নামাজ যে আমাদের মাঝ থেকে অন্যায় অসত্য দূর করে দেয় তা তো এমনিভাবেই। প্রিয় পাঠক ভিডিওটি দেখবেন আশা করি। ইমাম সাহেব নামাজে সুরা ঝুমারের ৭৩ থেকে ৭৫ আয়াত তেলাওয়াত করছেন। কি সাবলীল ও দৃঢ় উচ্চারণ। আল্লাহ আমাদের কোরান শোনার ও বুঝার তওফিক দান করুন। আমিন।