শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফতুল্লার প্রবাসীর স্ত্রীকে ৭ দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : [২] নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে কৌশলে কেরানীগঞ্জে নিয়ে প্রবাসীর স্ত্রী (২৯) কে ৭দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে আকাশ নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃত আকাশ (২৫) শরিয়তপুর জেলার নড়িয়া থানার চর মোহন লাউরানির সোবহান হাওলাদারের পুত্র ও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুন কুটিয়ার সোহাগের বাড়ীর ভাড়াটিয়া।

[৪] বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফতুল্লা থানার শারজাহান রি-রোলিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে অপহরণ করে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে আকাশ ও সহায়তার অভিযোগ এনে আকাশের বোন ফাতেমা (২০)কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

[৫] মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ন কবির (২) জানায়, ধর্ষনকারীর কবল থেকে পালিয়ে এসে ভুক্তভোগী নারী ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে।

[৬] মামলার প্রধান আসামি আকাশকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ফতুল্লা থানার শিয়াচর লালখাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামালায় অভিযুক্ত অপর আসামীকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়