শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার বিকল্প নেই

মনিরুল ইসলাম: [২] বিভিন্নভাবে বৈষম্যের স্বীকার হরিজন জনগোষ্ঠীর শিক্ষার্থীরা। তাই হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।

[৩] ‘হরিজন জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জীবনমান উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

[৪] বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভার আয়োজন করা হয়।

[৫] মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

[৬] তিনি বলেন, ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই। প্রতিটি মানুষ সমান। বর্ণপ্রথা, জাত পাত, ধর্মে ও রাষ্ট্রের নামে নানা বিভেদ তৈরি করেছে। এটা আমাদের তৈরি।

[৭] হরিজন জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক রোবায়েত বলেন, চাইলে সবকিছু করা সম্ভব। মনে জোর রাখতে হবে।

[৮] বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল বলেন, নিজেদের অধিকার ছিনিয়ে আনতে হবে শিক্ষা অর্জনের মাধ্যমে। আমাদের ভেতরে ঐক্য দরকার। বিভেদ তৈরি হলে আমাদের যে বিকাশ দরকার তা আসবে না।

[৯] তিনি বলেন,আগামী শুমারি হলে সেখানে আমাদের যেন পুরো তথ্য উঠে আসে তার জন্য শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে।

[১০] লোকনাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও মঞ্চ, টিভি অভিনেতা লায়ন তাপস সরকার (গৌর) জাতিগত আন্দোলনের জন্য ন্যায়ের পথে কাজ করার আহ্বান জানান। সভায় শুরুতে ধারণাপত্র পাঠ করেন বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের সাবেক সভাপতি রোনিত লাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়