শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার বিকল্প নেই

মনিরুল ইসলাম: [২] বিভিন্নভাবে বৈষম্যের স্বীকার হরিজন জনগোষ্ঠীর শিক্ষার্থীরা। তাই হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।

[৩] ‘হরিজন জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জীবনমান উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

[৪] বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভার আয়োজন করা হয়।

[৫] মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

[৬] তিনি বলেন, ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই। প্রতিটি মানুষ সমান। বর্ণপ্রথা, জাত পাত, ধর্মে ও রাষ্ট্রের নামে নানা বিভেদ তৈরি করেছে। এটা আমাদের তৈরি।

[৭] হরিজন জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক রোবায়েত বলেন, চাইলে সবকিছু করা সম্ভব। মনে জোর রাখতে হবে।

[৮] বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল বলেন, নিজেদের অধিকার ছিনিয়ে আনতে হবে শিক্ষা অর্জনের মাধ্যমে। আমাদের ভেতরে ঐক্য দরকার। বিভেদ তৈরি হলে আমাদের যে বিকাশ দরকার তা আসবে না।

[৯] তিনি বলেন,আগামী শুমারি হলে সেখানে আমাদের যেন পুরো তথ্য উঠে আসে তার জন্য শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে।

[১০] লোকনাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও মঞ্চ, টিভি অভিনেতা লায়ন তাপস সরকার (গৌর) জাতিগত আন্দোলনের জন্য ন্যায়ের পথে কাজ করার আহ্বান জানান। সভায় শুরুতে ধারণাপত্র পাঠ করেন বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের সাবেক সভাপতি রোনিত লাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়