শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার বিকল্প নেই

মনিরুল ইসলাম: [২] বিভিন্নভাবে বৈষম্যের স্বীকার হরিজন জনগোষ্ঠীর শিক্ষার্থীরা। তাই হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।

[৩] ‘হরিজন জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের জীবনমান উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

[৪] বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভার আয়োজন করা হয়।

[৫] মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

[৬] তিনি বলেন, ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই। প্রতিটি মানুষ সমান। বর্ণপ্রথা, জাত পাত, ধর্মে ও রাষ্ট্রের নামে নানা বিভেদ তৈরি করেছে। এটা আমাদের তৈরি।

[৭] হরিজন জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক রোবায়েত বলেন, চাইলে সবকিছু করা সম্ভব। মনে জোর রাখতে হবে।

[৮] বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল বলেন, নিজেদের অধিকার ছিনিয়ে আনতে হবে শিক্ষা অর্জনের মাধ্যমে। আমাদের ভেতরে ঐক্য দরকার। বিভেদ তৈরি হলে আমাদের যে বিকাশ দরকার তা আসবে না।

[৯] তিনি বলেন,আগামী শুমারি হলে সেখানে আমাদের যেন পুরো তথ্য উঠে আসে তার জন্য শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে।

[১০] লোকনাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও মঞ্চ, টিভি অভিনেতা লায়ন তাপস সরকার (গৌর) জাতিগত আন্দোলনের জন্য ন্যায়ের পথে কাজ করার আহ্বান জানান। সভায় শুরুতে ধারণাপত্র পাঠ করেন বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের সাবেক সভাপতি রোনিত লাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়