শিরোনাম
◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব ◈ খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে, আগামী ১২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ: ডা. সিদ্দিকী (ভিডিও) ◈ যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল! ◈ ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণা নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাজা নিজাম উদ্দিন: ইভ্যালির টাকা ফেরতের নানা উপায় নিয়ে যারা কথা বলছেন, তাদের কাছে কিছু প্রশ্ন

খাজা নিজাম উদ্দিন: [১] ডেসটিনি থেকে যুবক সব লুটের সময় এসব আলাপ চালু হয়। টাকা কি আজ পর্যন্ত কেউ ৪ আনা ফেরত পাইছে? তাহলে আপনাদের টাকা ফেরতের আলাপ করার উদ্দেশ্য কী? [২] রাসেল বাটপারকে তার লুটের সঙ্গী স্ত্রীসহ কখন ধরা হয়েছে? যখন একাউন্ট থেকে সব টাকা সরানো শেষ। এর মানে কি আপনারা বুঝেন না? কেন টাকা না সরানো পর্যন্ত ধরা হলো না? এই প্রশ্ন করলেই তো অনেক উত্তর পেয়ে যাবেন।

[৩] প্রায় ৪৫ লাখ গ্রাহকের লেনদেনের ডেটা কি আছে? এই যে রাসেল বাটপারের দালালরা কী করছে? তারা লাখ লাখ বঞ্চিতদের সামনে আসতে দিচ্ছে না। কতো হাজার কোটি লেনদেন হয়েছে, সেই হিসাবই তো গায়েব? ৪৫ লাখ গ্রাহক হয়ে গেছে ২ লাখ। এরপরেও বুঝিয়ে দিতে হবে? [৪] আচ্ছা ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা এগুলা কি ভালো মানুষে বানাইছে? এদের অতীত ইতিহাস কী বলে? সাভারের কোচিং মাস্টার রাসেল পরে ব্যাংকে অল্প বিস্তর কিছুদিন ছিলো- সেই রাসেল আপনাদের টাকা ফেরত দেওয়ার জন্য ইভ্যালি খুলছে? ই-অরেঞ্জের সোহেল রানা- যে রক্তে মাংসে একটা লুটেরা, দুনিয়ার দেশে দেশে লুটের টাকা পাঁচার করাই যার কাজ, সে টাকা ফেরত দেবে?

[৫] পিকে হালদারের লুটপাটের হাজার হাজার কোটি টাকার ১ টাকাও ফেরত আসেনি, আর আনা সম্ভব নয়, এটা বিশেষজ্ঞরা স্পষ্ট বলেছেন। [৬] বেগম পাড়া বা লুটেরাদের পাড়ায় লাখো-কোটি টাকা পাঁচার হয়েছে যার অধিকাংশই এক সময়ের সরকারি চাকরিজীবী- তাদের ১ টাকাও ফেরত আনা সম্ভব নয়। [৭] মানুষের টাকা মেরে যারা গ্রাহকের পণ্যের টাকা দিয়ে সব দামি দামি গাড়িতে চড়ে এসব ফকিন্নি রাসেলরা আর স্ত্রীরা, কোটি কোটি টাকা জমি কিনে, তারা টাকা ফেরত দেওয়ার জন্য বসে আছে? রক্তেমাংসে বদমাস, অসভ্য বর্বর এসব অমানুষগুলোর থেকে টাকা ফেরত নেবেন? কেন রে ভাই, কেন? এসব আলাপ কেন? এসব আলাপ ছড়িয়ে মূল ফোকাস হারিয়ে দেয়ার কৌশল? টাকা ফেরতের এইসব গল্প বলে মানুষের কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়েন না। বরং রাসেল বাটপার, সোহেল বাটপারসহ যতো বাটপার আছে তাদের দালাল, পেছনের মদতদাতা- পারলে তাদের গ্রেফতারের দাবি করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়