শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাজা নিজাম উদ্দিন: ইভ্যালির টাকা ফেরতের নানা উপায় নিয়ে যারা কথা বলছেন, তাদের কাছে কিছু প্রশ্ন

খাজা নিজাম উদ্দিন: [১] ডেসটিনি থেকে যুবক সব লুটের সময় এসব আলাপ চালু হয়। টাকা কি আজ পর্যন্ত কেউ ৪ আনা ফেরত পাইছে? তাহলে আপনাদের টাকা ফেরতের আলাপ করার উদ্দেশ্য কী? [২] রাসেল বাটপারকে তার লুটের সঙ্গী স্ত্রীসহ কখন ধরা হয়েছে? যখন একাউন্ট থেকে সব টাকা সরানো শেষ। এর মানে কি আপনারা বুঝেন না? কেন টাকা না সরানো পর্যন্ত ধরা হলো না? এই প্রশ্ন করলেই তো অনেক উত্তর পেয়ে যাবেন।

[৩] প্রায় ৪৫ লাখ গ্রাহকের লেনদেনের ডেটা কি আছে? এই যে রাসেল বাটপারের দালালরা কী করছে? তারা লাখ লাখ বঞ্চিতদের সামনে আসতে দিচ্ছে না। কতো হাজার কোটি লেনদেন হয়েছে, সেই হিসাবই তো গায়েব? ৪৫ লাখ গ্রাহক হয়ে গেছে ২ লাখ। এরপরেও বুঝিয়ে দিতে হবে? [৪] আচ্ছা ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা এগুলা কি ভালো মানুষে বানাইছে? এদের অতীত ইতিহাস কী বলে? সাভারের কোচিং মাস্টার রাসেল পরে ব্যাংকে অল্প বিস্তর কিছুদিন ছিলো- সেই রাসেল আপনাদের টাকা ফেরত দেওয়ার জন্য ইভ্যালি খুলছে? ই-অরেঞ্জের সোহেল রানা- যে রক্তে মাংসে একটা লুটেরা, দুনিয়ার দেশে দেশে লুটের টাকা পাঁচার করাই যার কাজ, সে টাকা ফেরত দেবে?

[৫] পিকে হালদারের লুটপাটের হাজার হাজার কোটি টাকার ১ টাকাও ফেরত আসেনি, আর আনা সম্ভব নয়, এটা বিশেষজ্ঞরা স্পষ্ট বলেছেন। [৬] বেগম পাড়া বা লুটেরাদের পাড়ায় লাখো-কোটি টাকা পাঁচার হয়েছে যার অধিকাংশই এক সময়ের সরকারি চাকরিজীবী- তাদের ১ টাকাও ফেরত আনা সম্ভব নয়। [৭] মানুষের টাকা মেরে যারা গ্রাহকের পণ্যের টাকা দিয়ে সব দামি দামি গাড়িতে চড়ে এসব ফকিন্নি রাসেলরা আর স্ত্রীরা, কোটি কোটি টাকা জমি কিনে, তারা টাকা ফেরত দেওয়ার জন্য বসে আছে? রক্তেমাংসে বদমাস, অসভ্য বর্বর এসব অমানুষগুলোর থেকে টাকা ফেরত নেবেন? কেন রে ভাই, কেন? এসব আলাপ কেন? এসব আলাপ ছড়িয়ে মূল ফোকাস হারিয়ে দেয়ার কৌশল? টাকা ফেরতের এইসব গল্প বলে মানুষের কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়েন না। বরং রাসেল বাটপার, সোহেল বাটপারসহ যতো বাটপার আছে তাদের দালাল, পেছনের মদতদাতা- পারলে তাদের গ্রেফতারের দাবি করুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়