আখিরুজ্জামান সোহান: [২] ধারণা করুন তো, একটি গাছের ছোট্ট এক টুকরো কাঠ খন্ডের দাম সর্বোচ্চ কত হতে পারে? ২ হাজার কিংবা ৫ হাজার? নাহ, আপনার ধারণা ভুল। পৃথিবীতে এমন একটি গাছ আছে, যার এক কেজি সমান ওজনের কাঠ খন্ডের দাম ৭ লাখ রুপি বা প্রায় ৮ লাখ টাকা। হ্যা ঠিকই শুনেছেন, আর এই ব্যয়বহুল গাছটির নাম ‘আফ্রিকান ব্লাকউড’ বা ‘কালোকাঠ’। দেখতে অনেকটা লালচে হলেও এটিকে কেন ব্লাকউড বলা হয় সে সম্পর্কে জানা যায়নি।
[৩] কি ভাবছেন, আজকেই গাছটি বাড়ীর বাগানে লাগিয়ে রাতারাতি কোটি টাকার মালিক হয়ে যাবেন?সেই আশায় গুড়েবালি, চাইলেই এই উচ্চমূল্যের গাছটি আপনি লাগাতে পারবেন। তবে এতে আপনার জীবনের অর্ধেকের বেশি সময় লেগে যাবে। একটি পরিপক্ক ব্লাকউড গাছ পেতে সময় লাগবে অন্তত ৫০ বছর।
[৪] তাই আপনার বয়স যদি ২০ কিংবা ৩০ এর কোঠায় হয়ে থাকে, সেক্ষেত্রে এই গাছের কাঠ আপনার জীবদ্দশায় না পাওয়ারই সম্ভবনা বেশী। তবে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে দুই একটি ব্লাকউডের গাছ লাগানো যেতেই পারে।