ফাহমিদুল কবীর [২] সোমবার, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের কাছেই, ৩০০ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত সুউচ্চ ভবনটি উদ্বোধন করেন তিনি। ভবনটির নকশায় স্থান পেয়েছে নজরকাড়া অটোম্যান স্থাপত্য শৈলী। নিক্কেই এশিয়া
[৩] ভবনটির নাম দেয়া হয়েছে টার্কিশ হাউজ। নিউইয়র্কে নিযুক্ত তুরষ্কের কনসুলেট জেনারেল বাসভবন ও কুটনৈতিক বাসভবন হিসেবে ব্যবহার করা হবে ভবনটি।
[৪] টার্কিশ হাউজ ভবনটির উচ্চতা ১৭১ মিটার। ভবনটির নকশা ও নির্মান করেছে নিউইয়র্কের ভবন নির্মাতা প্রতিষ্ঠান পার্কিনস ইষ্টম্যান।
[৫] ভবনের চূড়াটি টিউলিপ ফুলের আদলে নির্মান করা হয়েছে যা তুর্কি সংস্কৃতির একটি অংশ। নব নির্মিত এ ভবনটি তুরষ্কের বর্ধিত শক্তির প্রতিফলন বলে ঘোষণা দেন এরদোগান। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল