শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৩ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিস আলমগীর : সংসার জ্যোতিষী জোড়া রাখতে পারেএই আশায় জ্যোতিষীর কাছে যাইয়েন না!

আনিস আলমগীর : একবার আমি একটি খতরনাক মামলায় পড়লাম। আইসিটি মামলা। যা নই, যা বুঝাইনি সেটা বুঝে দুষ্টু লোকেরা আমার সঙ্গে দুষ্টামি করছিলো। মামলার ওই পর্যায়ে আইনজীবীদের করার কিছু ছিলো না। আমি পরিচিত এক জ্যোতিষীকে ফোন করলাম, যাকে একবার আমি একটি টিভিতে প্রতিদিন সকালে রাশিফল পড়ার কাজ দিয়েছিলাম। বললাম, দাদা দেখা করতে চাই। আমার হাত দেখে বলবেন সহসা আমার জেল হবে নাকি ফাাঁসি হবে? তিনি বলেন, হাতে কিছু লেখা থাকে না, এসব ভুয়া। আপনি জন্ম তারিখ আর জন্মের সময়টা আমাকে একটু লিখে পাঠিয়ে দিন। আমি রাতে দেখবো আর কাল সন্ধ্যায় দেখা করেন। আমি দেখা করলাম।

তিনি গ্রহ-নক্ষত্র কী সব দেখে আঁকাআকি করা কাগজ ধরিয়ে হেসে বললেন, আপনারতো জেল-ফাঁসি কিছু হবে না, নাকে তেল দিয়ে ঘুমান। কথায় কথায় তিনি জানালেন, আলোচিত এক গায়িকার সঙ্গে তার বুড়া স্বামীর গণ্ডগোল চলছে। গায়িকা সংসার টিকিয়ে রাখতে চান, স্বামীকে বশে রাখতে চান। পারছেন না। স্বামীর আছে সন্দেহ বাতিক। জ্যোতিষী দাদার সঙ্গে প্রায় সিটিং দিচ্ছেন। সে সন্ধ্যায়ও দেখা করবেন। জ্যোতিষীর ক্লায়েন্টে ঘর ভর্তি। এমনিতে তিনি আমাকে সিরিয়াল ছাড়া, ডেকে নিয়েছেন। ফিস তো কোনোভাবেই নেবেন না। আমি বেশি দেরি করলাম না। নাকে খাঁটি সরিষার তেল দেওয়ার জন্য তার চেম্বারের কয়েক কদম দূরে এলিফ্যান্ট রোডের ভোজ্য তেলের দোকানে ছুটলাম। জনলাম সে গায়িকা দ্বিতীয় বিয়ে করেছেন। সংসার কি জ্যোতিষী জোড়া রাখতে পারে। এই আশায় কেউ জ্যোতিষীর কাছে যাইয়েন না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়