শিরোনাম
◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পাকিস্তানে শ্রীলঙ্কা দলের উপর হামলার নেপথ্যে ছিল ভারত

স্পোর্টস ডেস্ক: [২] ২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে হামলার পর কোনও দল ক্রিকেট খেলতে পাকিস্তানে সফর করেনি। এই হামলার নেপথ্যে কারা ছিল এতদিনও কোনও তদন্ত সংস্থা কিছু জানায়নি। তবে হামলার দীর্ঘ ১২ বছর পর করাচিভিত্তিক পত্রিকা দ্য নিউজ ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে দাবি করছে, লাহোরে শ্রীলঙ্কা দলের উপর হামলা করিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা।

[৩] দ্য নিউজ ইন্টারন্যাশনাল দাবি করে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) নিরাপত্তা হুমকি সংক্রান্ত গোপন গোয়েন্দা প্রতিবেদন।

[৪] সিআইডির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পত্রিকাটি লিখেছে, সিআইডির দেয়া তথ্যে উল্লেখ ছিল, শ্রীলঙ্কা দলের উপর হামলা হতে পারে হোটেলে কিংবা মাঠে যাওয়ার সময় টিম বাসে। ২০০৯ সালের ৩ মার্চ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে খেলতে টিম হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে শ্রীলঙ্কা দলের বাসে হামলা চালায় সন্ত্রাসীরা। ওইদিনের হামলায় ১২ জন বন্দুকধারী গুলিবর্ষণ করে লঙ্কা দলের বাসে।

[৫] সিআইডির প্রতিবেদনে জানানো হয়েছে, ওই হামলায় আহত হন শ্রীলঙ্কা দলের ছয়জন সদস্য। আহত হন ছয় পুলিশ সদস্য এবং নিহত হন দুজন সাধারন নাগরিক। দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে লেখা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের এজেন্টদের নির্দেশ দেয় লাহোরে শ্রীলঙ্কা দলের বাস হোটেল কিংবা স্টেডিয়ামের পথে থাকাকালীন হামলা চালাতে।

[৬] ২০০৯ সালে হামলার পর শ্রীলঙ্কা দল দেশে ফিরে যায়। এরপর লম্বা সময় ধরে পাকিস্তানে অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক কোনও ম্যাচ। ২০১১ সালে যৌথ বিশ্বকাপ আয়োজনও করতে পারেনি দেশটি। নিউজ ইন্টারন্যাশনাল, আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়