সাকিবুল আলম:[২] সোমবার (২০ সেপ্টেম্বর) ইউরোপের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীরা বিতর্কিত অকাস চুক্তির বিষয়ে ফ্রান্সের পক্ষে তাদের সমর্থন ও সংহতি প্রকাশ করেন। আরএফআই
[৩] ইউরোপিয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেন এর আগে মন্তব্য করেছিলেন, সাবমেরিন চুক্তি ভঙ্গের মাধ্যমে ফ্রান্সের সঙ্গে নিন্দনীয় ও অসমর্থনযোগ্য আচরণ করা হয়েছে। তিনি বলেছিলেন, আমাদেরও কিছু জানার আছে, কিছু প্রশ্নের উত্তর জানা প্রয়োজন।
[৪] ২১ সেপ্টেম্বর শুরু হওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে সাইডলাইনে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছে। রুদ্ধদদ্বার এ বৈঠক শেষে ইউএর পররাষ্ট্র নীত বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, বেশি বেশি সহযোগিতা এবং নিজেদের মধ্যে কম বিভাজন। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে এর কোনো বিকল্প নেই।
[৫] সোমবারের আগ পর্যন্ত ফ্রান্সের ইউরোপিয় মিত্ররা অকাস ইস্যুতে নিশ্চুপ থাকলেও ইউএর জোসেফ বোরেলের কথায় সুস্পষ্ট সমর্থন পেলো ফ্রান্স। তিনি আরো বলেন, ফ্রান্সের হতাশার কারণ আমরা বুঝতে পারছি।