মো. ইউসুফ মিয়া: [২] রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের একটি বিশাল আকারের বাঘাইড় মাছ।
[৩] সোমবার(২০ সেপ্টেম্বর) সন্ধ্যার কিছু আগে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জাল ফেললে জেলে নুরু হালদারের জালে মাছটি ধরা পড়ে।
[৪] জেলে নুরু হালদার রাতে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি মৎস্য আড়ৎতে বিক্রির জন্য নিয়ে আসেন। মাছটি বিক্রির জন্য উন্মুক্ত নিলামে উঠলে স্থানীয় আড়ৎদার ও মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ২শত ৫০ টাকা কেজি দরে মোট ৪৩ হাজার ৭শত ৫০ টাকা দিয়ে ক্রয় করেন।পরে সম্রাট শাহজাহান মুঠোফোন ঢাকার মাছ ব্যবসায়িদের সাঙ্গে মাছটি বিক্রির জন্য যোগাযোগ করে কেজি প্রতি ১শত টাকা লাভে ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করেন।
[৫] শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ জানান, সন্ধ্যার কিছু আগে জেলে নুরু হালদার মাছ মারার জেলেদের সঙ্গে নিয়ে পদ্মানদীতে মাছ ধরতে জাল ও বড় নৌকা যোগে নদীতে যান। সে সময় পদ্মা ও যমুনার মোহনায় তিনি এই বিশাল বাঘাইড় মাছটি জালে ধরা পরে। রাতে দৌলতদিয়াতে মাছটি বিক্রির জন্য আনলে আমি ৪৩ হাজার ৭৫০ টাকা দিয়ে মাছটি ক্রয় করে ৪৭ হাজার ২৫০ টাকায় বিক্রি করি।
[৬] রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান ভারপ্রাপ্ত, রাজবাড়ীর পদ্মানদীতে এখন প্রায় প্রতিদিনই এ ধরনের বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুশি। তবে আমরা আগামীতে নদীর এ এলাকায় এ ধরনের বড় বড় মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা করবো। আমি সবসময় জেলেদের সঙ্গে যোগাযোগ করছি যে এখন নদীতে বড় বড় আকারের রুই,কাতল,বোয়াল,বাঘাইড়,পাঙ্গাশ,চিতল,পাতামাছ জেলেদের জালে ধরা পরছে। বড়মাছ গুলো জেলেরা পেয়ে খুব খুশি।