শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় ৪যুগ ধরে প্রতিমা তৈরি করে চলে কালাচাঁদের সংসার

সোহাগ হাসান : সিরাজগঞ্জের তাড়াশের মাধাইনগর ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামের প্রতিমা তৈরির কারিগর কালাচাঁদ সুতধর। প্রায় ৪যুগ ধরে প্রতিমা তৈরির কাজ করেন তিনি। আর এ কাজের মধ্যে দিয়েই চলে তার সংসার। এমনকি পরিবারের সদস্যদের সাথে নিয়েই চলেছে তার কর্মযোগ্য।

জানা গেছে, আসছে ১১ অক্টোবর ষষ্ঠী তিথিতে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই কালাচাঁদ সুতধরের মতো সিরাজগঞ্জের সকল উপজেলাতেই পাল বাড়িতে চলছে এখন পুরোদমে প্রতিমা তৈরির কাজ। ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। করোনা পরিস্থিতির কারণে কীভাবে হবে এবারের দুর্গোৎসব সে চিন্তা মাথায় নিয়ে প্রতিমা তৈরির কারিগররা পরিবারের সদস্যদের সাথে কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে তিলতিল করে গড়ে তুলছেন দেবী দুর্গার এক একটি প্রতিমা। সকাল থেকে রাত অবধি চলছে এ কর্মযগ্য। যেন দম ফেলার সময় নেই তাদের।

পাল পরিবারের সকল সদস্যই এ সময় প্রতীমা তৈরীতে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। অপর দিকে মন্দির গুলোতে চলছে পুরোদমে পরিস্কার ও মেরামতের কাজ। উপজেলায় প্রতিমা তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে বাঁকি রয়েছে শুধু প্রতিমা রঙ্গ তুলিতে সাঝানো।

উপজেলার মাধাইনিগর ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামের কালাচাঁদ সূত্রধর তার নিজ বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আগাম বায়নাকৃত ৮টি মন্ডবের জন্য দুর্গা প্রতিমা তৈরির কাজ করছেন। কালাচাঁদ সূত্রধর বলেন, প্রায় ৪০ বছর যাবৎ তিনি দুর্গা দেবীসহ বিভিন্ন দেবীর প্রতিমা তৈরি করে তা থেকে আয়কৃত টাকা দিয়ে সংার পরিচালনা করে আসছি। প্রতিমা তৈরী বাপ-দাদার পেশা আমি ধরে রেখেছেন এবং এক মাত্র ছেলেকেও তা শিক্ষা দিচ্ছি।

তিনি আরও বলেন, এ বছর প্রতিটি দুর্গা প্রতিমা আকার ভেদে ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকায় তৈরীর অর্ডার নিয়েছি। করোনার কারনে বেশি অর্ডার নিতে পারি নাই। তাড়াশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন গোস্বামী জানান, এ বছর তাড়াশে ৪২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সকল মন্ডপে সংস্কার কাজ চলছে।

প্রতিটি মন্ডবে কমিটিকে করোনা কালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে পূজার উদযাপনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আইন শৃংখলা বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক বলেন, এবারের দূর্গোৎসব অবাদ ও সুষ্ঠভাবে সকলেই উদযাপন করতে পারেন সে লক্ষে পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন। প্রতিটি মন্ডপে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য সার্বোক্ষণিক মোতায়েন থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়