শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৯ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালেন্সিয়ার মাঠে খেলার শেষ ৩ মিনিটে ২ গোল করে জিতলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: [২] আবারো রিয়াল মাদ্রিদ ভালেন্সিয়ার মাঠে পথ হারাতে বসেছিল। দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় প্রতিপক্ষের আক্রমণের তোপে ঘর সামলাতে ব্যস্ত দলটি। শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল। তিন মিনিটে দুবার জালে বল পাঠিয়ে জয় তুলে নিল কোচ কার্লো আনচেলত্তির দল।

[৩] মেস্তায়া স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল। ভিনিসিউস জুনিয়র দলকে সমতায় ফেরানোর পর করিম বেনজেমার জয়সূচক গোলেও রাখেন অবদান। লড়াকু এই জয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ।

[৪] আক্রমণ-পাল্টা আক্রমণ, একের পর এক চোটের ছোবল, ঘটনাবহুল প্রথমার্ধেই ছিল দারুণ লড়াইয়ে আভাস। প্রথম ৪৫ মিনিটে মাঝমাঠে বিবর্ণ ছিল রিয়াল। বিরতির পর সেটাই কাল হয় তাদের। একের পর এক আক্রমণে শিরোপাপ্রত্যাশীদের কোণঠাসা করে ফেলে ভালেন্সিয়া। আদায় করে নেয় গোলও। তবে হার না মানা রিয়াল পার্থক্য গড়ে দেয় শেষবেলায়।

[৫] বল দখলে এগিয়ে থাকা রিয়াল গোলের উদ্দেশে মোট শট নেয় ১৮টি, যার ১০টি ছিল লক্ষ্যে। ম্যাচ শেষের ২০ মিনিট আগেও হিসেবটা ছিল পুরোপুরি ভিন্ন। আর ভালেন্সিয়ার ১২ শটের চারটি লক্ষ্যে। লা লিগায় তিন মৌসুম পর এই মাঠে জিতল রিয়াল। এখানে গত তিন ম্যাচের দুটিতে হেরেছিল তারা, অন্যটি ড্র।

[৬] আগের দিন আথলেতিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। এবার চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে চূড়ায় ফিরল রিয়াল। তিন নম্বরে ভালেন্সিয়ার পয়েন্ট ১০। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে বার্সেলোনা। - মার্কা, সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়