শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জান্নাতুল নাঈম প্রীতি: পাকিস্তানে নানা সমস্যা সত্ত্বেও শিক্ষার মান এতো ভালো কেন?

জান্নাতুল নাঈম প্রীতি: ‘আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের শিক্ষার মান ২.৮ শতাংশ, ভারত ও শ্রীলংকার শিক্ষার মান যথাক্রমে ২০.৮ শতাংশ এবং পাকিস্তানের শিক্ষার মান ১১.৩ শতাংশ। বাঙালি শিক্ষা নিয়ে চিন্তা নেই, চিন্তা পরীমনির সিগারেট খাওয়া ছবি আর সোহেল তাজের বডি বিল্ডিংয়ের ছবি নিয়ে। এ জাতির শিক্ষার অবস্থা কি এই জায়গা থেকেই অনুমান করা যায় না? পাকিস্তান জঙ্গিবাদ থেকে শুরু করে নানা সমস্যার খনি হয়েও তাদের শিক্ষার মান এতো ভালো কেন? কারণ এখন পর্যন্ত তাদের নোবেল লরিয়েট দুইজন, ভারতের নয়জন। এখন পর্যন্ত তারা নিজেদের স্কলারদের কাউকে বারবার মামলা দিয়ে জ্বালায়নি। অন্যদিকে বাংলাদেশে কি হয়েছে?একমাত্র নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, নানা অপদস্ত করা হয়েছে। যেদেশে গুণীর কদর নেই, সেদেশে গুণী জন্মায়? শ্রীলংকা হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যাদের স্বাক্ষরতার হার প্রায় শতভাগ। তাদের কথা বাদ দিলাম, কেবল ভারতের কথা চিন্তা করেন। তাদের সমস্ত গুরুত্বপূর্ণ ব্রীজ,কালভার্ট বানায় নিজেদের কোম্পানিগুলো। তাদের দেশে মোবাইল ফোন কোম্পানিগুলো বিজনেস করতে গেলে শর্ত দেওয়া হয়- ইউনিভার্সিটি বানায়ে দেওয়ার এবং সে ইউনিভার্সিটিতে টিচার হিসেবে নিয়োগ দেওয়া হয় ওই ইউনিভার্সিটির স্কলারদের। ভারতের বিজনেস জায়ান্ট টাটা, বিড়লা, মাহিন্দ্রা তারা ইউনিভার্সিটি গুলোর সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের ইন্টারভিউ নিতে ইউনিভার্সিটিগুলোকে নক করে।

ভারত চাঁদে যান পাঠিয়েছে, নিজেদের বিজ্ঞানীদের নিজেদের ডেরায় ফিরিয়ে আনার জন্য আকর্ষণীয় বেতন স্কেল ঘোষণা করেছে। আর আমাদের এখানে কি হয়? যেমাত্র রেজাল্ট ভালো হয়, আমরা ধরে নেই, এদেশে আমরা থাকবো না। হয় বিদেশে যাবো নাইলে বিসিএস দিবো। এদেশে ব্যবসা করতে আসা বিদেশের মোবাইল কোম্পানিগুলো কি করে রাজস্ব ফাঁকি দেওয়া ছাড়া? এতো উন্নয়নের দেশে কর্মক্ষম বেকার ৬৬ শতাংশ কেন? এদেশের কয়টা ব্রীজ, কয়টা কালভার্ট ডিজাইন করেছে দেশের নিজেদের কোম্পানি? নিজেদের কয়জন ইঞ্জিনিয়ার কাজ করেছে সেসব প্রজেক্টে? কেবল টেন্ডার পাওয়া না পাওয়া নিয়ে এদেশে ইঞ্জিনিয়ার খুনের ঘটনা ঘটেছে।

সেসব খুনের বিচারের আপডেট কি? এগুলোই পার্থক্য জনাব। অরুন্ধতী রায়, চেতন ভগত বা অমিতাভ ঘোষরা ভারতেরই শুধু না গোটা দুনিয়ার বেস্টসেলার, আমাদের বেস্টসেলার মৌলবাদী আরিফ আজাদ। বই ব্যান, লেখক খুন, ‘ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট’, ৩২ ধারা কিংবা চেতনা ছাড়া আর কি বাকি আছে? যেখানে বাক স্বাধীনতা নেই, একটা লেখার জন্য মামলা হামলা আর গুমের ভয় থাকে, সেখানে মুক্তচিন্তার চর্চা কেমন করে হবে? দুনিয়ার দেশগুলা যখন দেখাবে তাদের কয়জন স্কলার আছে, তাদের শিক্ষার মানের উন্নতি, আপনি দেখাবেন পদ্মাসেতুর পিলার, ফ্লাইওভার আর মেট্রোরেল? মাথাপিছু আয় আড়াই লাখ টাকা আর শ্রমিকের বেতন সাকুল্যে পাঁচ বা ছয় হাজার টাকার অদ্ভুত রেশিও? ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা? বাজেটের শিক্ষাখাতে নগন্য ব্যয়? নাকি পরীমনির সিগারেট হাতের ছবি আর সোহেল তাজের মাসল? কোনটা? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়