শিরোনাম
◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ ◈ ভোলা মসজিদের খতিব ও ইসলামী বক্তা নোমানী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সন্তান গ্রেপ্তার ◈ ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা ◈ জোটে যাওয়ার বিষয়ে যা জানাল এনসিপি

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে করোনা ও উপসর্গ ৩ জনের মৃত্যু

সনতচক্রবর্ত্তী : ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে দুজন মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মোট ১৭ মাসে ৫১৮ জনের মৃত্যু হলো।

একই সময়ে ১৬৬ নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২৫। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৩৪৩ জনে।

মৃত ৩ জনের বাড়ি যথাক্রমে ১. ফরিদপুর সদরের, ২.একজন মাদারীপুর সদরের এবং ৩. একজন রাজবাড়ী সদরের বাসিন্দা।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ২২ জনের মধ্যে ভাঙ্গায় পাঁচজন, মধুখালীতে একজন, সদরপুরে দুজন, চরভদ্রাসনে একজন এবং ফরিদপুর সদরে ১২ জন রয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, (করোনা ডেডিকেটেড হাসপাতালে) শনিবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৬২ জন।

এর মধ্যে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন নয়জন ও করোনা শনাক্ত রোগী ৩৯ জন। এ পর্যন্ত ১৭ মাসে জেলায় মারা গেছেন ৫১৮ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়