এন এ মুরাদ, মুরাদনগর: আজ শুক্রবার জুলাই অভ্যুত্থানের সময় লুন্ঠিত হওয়া হাইওয়ে পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে মুরাদনগর উপজেলার ২১ নং বাবুটিপাড়া ইউনিয়নের লাইজুড় নুরুল হক ভূইয়ার প্রজেক্টের কাছে ব্রিজের পাশে জলাশয় থেকে পলিথিন মুড়ানো অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এটি ইলিয়টগঞ্জ সংলগ্ন বাবুটিপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড।
উদ্ধারকৃত অস্ত্রগুলো জুলাই আন্দোলনের সময় হাইওয়ে পুলিশের কাছ থেকে লুট হওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান চলমান থাকবে।