প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছলেমান বিশ্বাস নামে এক ভূমিদশ্যূর বিরুদ্ধে আজিজুল শেখ (৩৫) নামে এক দিনমজুরের বসত বাড়ি ভেঙ্গে ফেলে ঘরের পোতায়(মেঝে)গাছ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজিজুল শেখ উপজেলার উনশিয়া গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে।
জানাগেছে,দিনমজুর আজিজুল শেখের সাথে একই গ্রামের ভূমিদশ্যূ মোক্তার বিশ্বাসের ছেলে ছলেমান বিশ্বাসের বাড়ির জায়গা নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল।এরই সূত্রধরে সম্প্রতি ছলেমান বিশ্বাস লোকজন নিয়ে আজিজুল শেখের বাড়ি ঘর ভেঙ্গে ফেলে ঘরের পোতায় (মেঝে)গাছ লাগিয়ে দিয়েছে।
নিজের ঘর না থাকায় আজিজুল শেখে এখন পাশের বাড়ির এক ব্যক্তির ঘরের বারান্দায় পরিবার নিয়ে বসবাস করছেন।
আজিজুল শেখ বলেন,আমি পার্শবর্তী দক্ষিণপাড়া গ্রামের খালেক শেখের মেয়েদের কাছ থেকে ৫ শতাংশ জায়গা কিনে ঘর তুলে দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছি।একই দাগের ৫ শতাংশ জায়গা ক্রয় করেন ছলেমান বিশ্বাস।সম্প্রতি সে লোকজন নিয়ে আমার বাড়ি ঘর ভেঙ্গে ফেলে দিয়ে ঘরের পোতায় গাছ লাগিয়ে দিয়েছে।এ ঘটনায় আমি কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছি।মামলা করার পর ছলেমান বিশ্বাস আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে ছলেমান বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমার জায়গায় আজিজুল ঘর তুলেছিল বসবাস করছিল।আমি ঘর ভেঙ্গে ফেলে দিয়েছি।
আজিজুল শেখের পাশের বাড়ির হানিফ বিশ্বাস ও ওমর আলী শেখ বলেন,আমরা যতটুকু জানি আজিজুল শেখ তার জায়গায় ঘর তুলে বসবাস করতে আসছিল।সম্প্রতি এক দিন আজিজুল বাড়ি না থাকার সুযোগে ছলেমান বিশ্বাস দিনে দুপুরে লোকজন নিয়ে আজিজুলের বাড়ি ঘর ভেঙ্গে ফেলে ঘরের পোতায় গাছ লাগিয়ে দিয়েছে। এ ধরনের সন্ত্রাসী ঘটনার সঠিক বিচার হওয়া উচিত।
আজিজুল শেখের মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এস এই উত্তম কুমার সেন বলেন,মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।