শিরোনাম
◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ?

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শর্টস পরে পরীক্ষার হলে ঢোকায় অপমানের শিকার হলেন ভারতের আসামের এক তরুণী

সাজিদ হাসান: [২] এমন পোশাকের জন্য পরীক্ষায় বসার অনুমতি মেলেনি জুবিলি তামুলী নামের ঐ শিক্ষার্থীর। শেষ পর্যন্ত একটি পর্দা দিয়ে পা ঢেকে পরীক্ষা দিতে হয় তাকে। বিবিসি

[৩] বুধবার ভারতের আসামে গিরিজানন্দ চৌধুরী ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সে (জিআইপিএস) এ ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই ভারত জুড়ে বিতর্ক শুরু হয়েছে।

[৪] ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, পরীক্ষা দিতে আসামের তেজপুর শহরে আসেন জুবিলি। এ সময় তার পরনে ছিলো শর্টস। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার হলে দায়িত্বরত এক শিক্ষক তাকে বলেন যে, এই পোশাকে তিনি পরীক্ষা দিতে পারবেন না; পরীক্ষায় বসার জন্য তাকে পা ঢাকা প্যান্ট পরে আসতে হবে।

[৫] এতে জুবিলি প্রতিবাদ করলেও মেলে না পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি। পরে পরীক্ষাকেন্দ্র থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে বিষয়টি তার বাবাকে জানান তিনি। সব শুনে তার বাবা তখনই ফুল প্যান্ট কেনার জন্য পোশাকের দোকানে ছুটে যান।

[৬] ফুল প্যান্ট নিয়ে ফিরে আসতেই তার বাবাকে জানানো হয়, সমস্যার সমাধান হয়েছে। পরীক্ষা কন্ট্রোলারের পদক্ষেপে তার মেয়েকে একটা পর্দা দিয়ে পা ঢেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

[৭] এদিকে এ ঘটনাকে জুবিলি তার জীবনের সবচেয়ে অপমানজনক অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের আচরণ মেয়েদের মনোবল ও মর্যাদার ওপর খুব বাজে প্রভাব ফেলে। সবাইকে এ ব্যাপারে আরো সতর্ক হওয়া উচিৎ। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়