ফাহমিদুল কবীর: [২] এফবিআই কর্তৃপক্ষের সঙ্গে মিথ্যাচারের বিষয়টি তদন্তে স্পষ্ট হয়ে উঠলে এই অভিযোগ আনা হয় মাইকেল সাসম্যানের বিরুদ্ধে। তিনি, সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য গোপন করেন। বিবিসি
[৩] ২০১৬ নির্বাচনের আগে, ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যাবসা প্রতিষ্ঠানের সঙ্গে রাশিয়ার একটি ব্যাংকের সম্পৃক্ত থাকার তথ্য এফবিআইএর কাছে প্রকাশ করেছিলেন মাইকেল সাসম্যান। ট্রাম্প প্রশাসন এঘটনার তদন্ত শুরু করে ২০১৯ সালে। তদন্তকারী কর্মকর্তা জন দুরহাম, বৃহস্পতিবার এই মিথ্যাচারের ও তথ্য গোপনের অভিযোগ আনেন।
[৪] কিন্তু এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন সাসম্যান। আদালতে, তিনি ভুল কিছু করেননি বলেও দাবি করেন।
[৫] ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ট্রাম্প-রাশিয়া সম্পর্কের তদন্তের দায়িত্বে ছিলেন সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার।
[৬] ২০১৬ সালের নির্বাচনে, কোন তদন্তেই ট্রাম্পের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততা পাওয়া যায়নি। সম্পাদনা: সাকিবুল আলম