সাকিবুল আলম: [২] বৃহস্পতিবার তাজিকিস্তানের দুশানবেতে তালিবানের কাবুল দখলের পর থেকে চলমান আফগান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। আফগানিস্তানে নিরাপত্তা ঝুঁকি ও হুমকি মোকাবেলায় সম্মিলিত উদ্দ্যোগ নেওয়ার ব্যপারে জোর দিয়েছেন তারা। জিও নিউজ
[৩] রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ, চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই, পাকিস্তানের শাহ মাহমুদ কুরেশি এবং ইরানের হুসেইন আমির আব্দুল্লাহ সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন (এসসিও) আয়োজিত এ সম্মেলনে আফগানিস্তানের মানবিক সংকট নিয়েও কথা বলেন। এই মুহূর্তে দেশটিতে ব্যাপক খাদ্য ও ওষুধ সংকট দেখা দিয়েছে।
[৪] শান্তি প্রতিষ্ঠার পাশাপশি আফগান অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা করা হয় এ বৈঠকে। এ সম্মেলনের পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন শাহ মাহমুদ কুরেশি।
[৫] কুরেশি জানান, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন, পাকিস্তানের পররাষ্ট্র নীতিতে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। আফগানিস্তানে শান্তি আলোচনার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততার গুরুত্বও তুলে ধরেছেন তিনি।