শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জের সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জের তারুয়ায় সাপের কামড়ে শরীফা নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় শোকের মাতম চলছে।

[৩] প্রত্যক্ষদর্শি এবং বৃদ্ধার ছেলে এনামুল জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৃদ্ধা শরীফা(৫৫) বাড়ির পাশে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরার সময় সাপে কামড় দেয়। সাথে সাথে বৃদ্ধার সারা শরীরে ব্যথা শুরু হলে তিনি ঘরে গিয়ে বলেন যে আমাকে সাপে কামড়িয়েছে।

[৪] একথা শুনে আত্বীয় স্বজনরা দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা চিকিৎসা দিতে টালবাহানা শুরু করে এবং রাত সাড়ে ১০টায় ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেয় এবং রক্ত পরীক্ষা করে। রক্ত পরীক্ষা করে সাপের কামড়ের অস্তিত্ব পায়। পরবর্তীতে সাপের ইনজেকশন পুষ করে। সাপের ইনজেকশন পুষ করার কিছুক্ষনের মধ্যেই শরীফা বমি করতে শুরু করে। বমি করতে করতেই শরীফা মারা যায়।

[৫] তবে এ বিষয়ে শরীফার ছেলে এনামুল বলেন, ডাক্তার চিকিৎসা করতে দেরী এবং অবহেলা করায় আমার মা মারা গেছে। দ্রুত এবং সঠিক চিকিৎসা পেলে আমার মা মারা যেত না। আমি এর সুষ্ঠু তদন্ত করে ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই প্রশাসনের নিকট।

[৬] এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ কোন অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়