শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জের সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জের তারুয়ায় সাপের কামড়ে শরীফা নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় শোকের মাতম চলছে।

[৩] প্রত্যক্ষদর্শি এবং বৃদ্ধার ছেলে এনামুল জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৃদ্ধা শরীফা(৫৫) বাড়ির পাশে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরার সময় সাপে কামড় দেয়। সাথে সাথে বৃদ্ধার সারা শরীরে ব্যথা শুরু হলে তিনি ঘরে গিয়ে বলেন যে আমাকে সাপে কামড়িয়েছে।

[৪] একথা শুনে আত্বীয় স্বজনরা দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা চিকিৎসা দিতে টালবাহানা শুরু করে এবং রাত সাড়ে ১০টায় ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেয় এবং রক্ত পরীক্ষা করে। রক্ত পরীক্ষা করে সাপের কামড়ের অস্তিত্ব পায়। পরবর্তীতে সাপের ইনজেকশন পুষ করে। সাপের ইনজেকশন পুষ করার কিছুক্ষনের মধ্যেই শরীফা বমি করতে শুরু করে। বমি করতে করতেই শরীফা মারা যায়।

[৫] তবে এ বিষয়ে শরীফার ছেলে এনামুল বলেন, ডাক্তার চিকিৎসা করতে দেরী এবং অবহেলা করায় আমার মা মারা গেছে। দ্রুত এবং সঠিক চিকিৎসা পেলে আমার মা মারা যেত না। আমি এর সুষ্ঠু তদন্ত করে ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই প্রশাসনের নিকট।

[৬] এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ কোন অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়