শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জের সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জের তারুয়ায় সাপের কামড়ে শরীফা নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় শোকের মাতম চলছে।

[৩] প্রত্যক্ষদর্শি এবং বৃদ্ধার ছেলে এনামুল জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৃদ্ধা শরীফা(৫৫) বাড়ির পাশে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরার সময় সাপে কামড় দেয়। সাথে সাথে বৃদ্ধার সারা শরীরে ব্যথা শুরু হলে তিনি ঘরে গিয়ে বলেন যে আমাকে সাপে কামড়িয়েছে।

[৪] একথা শুনে আত্বীয় স্বজনরা দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা চিকিৎসা দিতে টালবাহানা শুরু করে এবং রাত সাড়ে ১০টায় ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেয় এবং রক্ত পরীক্ষা করে। রক্ত পরীক্ষা করে সাপের কামড়ের অস্তিত্ব পায়। পরবর্তীতে সাপের ইনজেকশন পুষ করে। সাপের ইনজেকশন পুষ করার কিছুক্ষনের মধ্যেই শরীফা বমি করতে শুরু করে। বমি করতে করতেই শরীফা মারা যায়।

[৫] তবে এ বিষয়ে শরীফার ছেলে এনামুল বলেন, ডাক্তার চিকিৎসা করতে দেরী এবং অবহেলা করায় আমার মা মারা গেছে। দ্রুত এবং সঠিক চিকিৎসা পেলে আমার মা মারা যেত না। আমি এর সুষ্ঠু তদন্ত করে ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই প্রশাসনের নিকট।

[৬] এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে কেউ কোন অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়