স্পোর্টস ডেস্ক : [২] চলতি মৌসুমে ভারতের নিউ জিল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। এই হোম সামারে তিনটি পুরুষ দলের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি নারীদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে তারা। এই ব্যস্ত সূচির মধ্যে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে সিরিজ আয়োজন করতে অপারগতা প্রকাশ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম স্টাফ জানিয়েছে এই খবর।
[৩] ভারত-নিউ জিল্যান্ডের ওয়ানডে সিরিজটি ২০২৩ বিশ্বকাপের সুপার লিগের অন্তর্ভুক্ত ছিল। এনজেডসির এক মুখপাত্র নিশ্চিত করেছে, এফটিপির এই সূচি অনুযায়ী এখন ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন সম্ভব নয়। ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তা মাঠে গড়াতে পারে বলে তিনি জানান।
[৪] বর্তমানে পাকিস্তানে আছে নিউ জিল্যান্ড। তারপর সংযুক্ত আরব আমিরাতে তারা ফিরবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। এরপর ভারতে যাবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। তারপর শুরু হবে ব্যস্ত হোম সামার, যেখানে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্ল্যাক ক্যাপরা তিনটি সিরিজ খেলবে। এছাড়া তাসমান সাগর পাড়ের দেশটিতে ৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত হবে মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপ লড়াই।
[৫] নভেম্বরে ভারতের মাটিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে নিউ জিল্যান্ড। বিরাট কোহলিদের নিউ জিল্যান্ড সফর বাতিল হওয়ায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে কিউই খেলোয়াড়দের দেশে ফিরতে হচ্ছে না। দেশে ফিরে তারা ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করবে ঠিক ক্রিসমাসের আগে। তার মানে এবার কোনো বক্সিং ডে টেস্ট হচ্ছে না নিউ জিল্যান্ডে।
[৬] হোম সামারের প্রথম ম্যাচ তারা খেলবে বাংলাদেশের বিপক্ষে। সম্ভবত ২৮ ডিসেম্বর হতে পারে এই ম্যাচ কিংবা আরও পরে। মাসখানেক ধরে বায়ো-বাবলে থাকা খেলোয়াড় ও স্টাফরা যেন কিছু সময়ের জন্য হলেও পরিবারকে সঙ্গ দিতে পারেন।
[৭] এফটিপি অনুযায়ী বাংলাদেশ দুটি টেস্ট তিনটি টি-টোয়েন্টি খেলবে, নেদারল্যান্ড খেলবে তিনটি ওয়ানডে এবং দক্ষিণ আফ্রিকা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে পরবর্তী বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রে ঢুকবে গতবারের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড। - ক্রিকবাজ