শিরোনাম
◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৮ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গুনিয়ায় গভীর বনে অবমুক্ত হলো অজগর সাপ

মুহাম্মদ আশিক এলাহী: [২] চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর সাপটি গভীর বনে ছেড়ে দেয়া হয়েছে। স্থানীয় বনবিভাগ উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া এলাকার গভীর বনে বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এটি ছেড়ে দেয়।

[৩] এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম, বনবিভাগের ইছামতী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ খসরুল আমিন উপস্থিত ছিলেন।

[৪] স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হাশেম জানান, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মধ্য পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরের পাড়ে স্থানীয় লোকজন অজগরটি দেখতে পান। দ্রুত স্থানীয় সাপুড়ে সুরেশ মালাকারকে খবর দেন স্থানীয় লোকজন। সুরেশ মালাকার এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান। পরে বনবিভাগকে খবর দিলে তাঁরা এসে সাপুড়ের নিকট থেকে সাপটি নিয়ে গভীর বনে ছেড়ে দেন। ”

[৫] চট্টগ্রাম উত্তর বনবিভাগের অধীন রাঙ্গুনিয়ার ইছামতী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ খসরুল আমিন জানান, সাপুড়েকে নিয়ে সাপটি এলাকার গভীর বনে ছেড়ে দেয়া হয়েছে। সাপটির রঙ অনেকটা সবুজ বর্ণের, দৈঘ্য ৯ ফুট, ওজন ১০ কেজি। খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছবির ক্যাপশন : রাঙ্গুনিয়ায় উদ্ধার হওয়া অজগরটি গভীর বনে ছেড়ে দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়