শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়! ◈ ১২ ফেব্রুয়া‌রি নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মার্সেইকে ৩-০ গো‌লে হারা‌লো লিভারপুল ◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে খুলনার পার্ক খুলছে বৃহস্পতিবার

শরীফা খাতুন: [২] অবশেষে বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে খুলনা মহানগরীর পার্কগুলো। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) কর্তৃক নিয়ন্ত্রিত পার্কগুলো দীর্ঘ ১৮ মাস পর খুলে দেওয়ার সিদ্ধান্তে খুশি শিশু কিশোর ও অভিভাবকরা।

[৩] খুলনা সিটি করপোরেশন পার্কের দায়িত্বে থাকা এস্টেট অফিসার মো. নুরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কেসিসি কর্তৃক নিয়ন্ত্রিত ৭টি পার্ক রয়েছে। যার মধ্যে লিনিয়ার পার্ক কয়েক দিন আগে খুলে দেওয়া হয়েছে। খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ভিতরে কাজ করা হবে যার জন্য আপাতাত বন্ধ থাকবে। এছাড়া বাকি হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, সোলার পার্ক, গোলকমনি পার্ক, নিরালা পার্ক ১৮ মাস পর বৃহস্পতিবার সকাল থেকে খুলে দেওয়া হচ্ছে।

[৪] জাতিসংঘ শিশু পার্ক পরিবেশ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বলেন, পার্ক খুলে দেওয়ার সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র। এ জন্য তাকে ধন্যবাদ। দর্শনার্থীদের পার্কে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে।

[৫] উল্লেখ্য, ২০২০ সালের ১৯ মার্চ থেকে নগরীর ৭টি পার্কে জনসমাগম নিষিদ্ধ করে নগর সংস্থা। সেই থেকে পার্কগুলো বন্ধ ছিল। ঘরবন্দি শিশুদের নিয়ে বিপাকে পড়েছিলেন অভিভাবকরা। এছাড়া এসব পার্কে প্রতিদিন প্রাতঃভ্রমণ ও শরীরচর্চা করতেন যারা তারাও ছিলেন মহাবিপাকে।

[৬] ১৯ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুসারে সারা দেশের সব বিনোদনকেন্দ্র খুলো দেওয়া হলেও খোলা হয়নি খুলনার পার্কগুলো। এ নিয়ে শিশু কিশোর থেকে শুরু করে অভিভাবক ও নাগরিক নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিলো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়