শিরোনাম
◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে ◈ এবার মোদি বাংলাতেই বললেন, ‘এই সরকার পাল্টানো দরকার’ (ভিডিও) ◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে খুলনার পার্ক খুলছে বৃহস্পতিবার

শরীফা খাতুন: [২] অবশেষে বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলছে খুলনা মহানগরীর পার্কগুলো। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) কর্তৃক নিয়ন্ত্রিত পার্কগুলো দীর্ঘ ১৮ মাস পর খুলে দেওয়ার সিদ্ধান্তে খুশি শিশু কিশোর ও অভিভাবকরা।

[৩] খুলনা সিটি করপোরেশন পার্কের দায়িত্বে থাকা এস্টেট অফিসার মো. নুরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কেসিসি কর্তৃক নিয়ন্ত্রিত ৭টি পার্ক রয়েছে। যার মধ্যে লিনিয়ার পার্ক কয়েক দিন আগে খুলে দেওয়া হয়েছে। খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের ভিতরে কাজ করা হবে যার জন্য আপাতাত বন্ধ থাকবে। এছাড়া বাকি হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, সোলার পার্ক, গোলকমনি পার্ক, নিরালা পার্ক ১৮ মাস পর বৃহস্পতিবার সকাল থেকে খুলে দেওয়া হচ্ছে।

[৪] জাতিসংঘ শিশু পার্ক পরিবেশ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বলেন, পার্ক খুলে দেওয়ার সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র। এ জন্য তাকে ধন্যবাদ। দর্শনার্থীদের পার্কে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে।

[৫] উল্লেখ্য, ২০২০ সালের ১৯ মার্চ থেকে নগরীর ৭টি পার্কে জনসমাগম নিষিদ্ধ করে নগর সংস্থা। সেই থেকে পার্কগুলো বন্ধ ছিল। ঘরবন্দি শিশুদের নিয়ে বিপাকে পড়েছিলেন অভিভাবকরা। এছাড়া এসব পার্কে প্রতিদিন প্রাতঃভ্রমণ ও শরীরচর্চা করতেন যারা তারাও ছিলেন মহাবিপাকে।

[৬] ১৯ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুসারে সারা দেশের সব বিনোদনকেন্দ্র খুলো দেওয়া হলেও খোলা হয়নি খুলনার পার্কগুলো। এ নিয়ে শিশু কিশোর থেকে শুরু করে অভিভাবক ও নাগরিক নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিলো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়