শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংকটে যশোরে বন্ধ টিকা কার্যক্রম

ডেস্ক রিপোর্ট: যশোরে করোনা টিকার সংকট দেখা দিয়েছে। টিকা সংকট দেখা দেওয়ায় কাউকে আর টিকা দেওয়া হচ্ছে না। টিকা না পেয়ে হাসপাতালে আসা লোকজন ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। রাইজিংবিডি

রেজিস্ট্রেশন অনুযায়ী তারা টিকা নিতে যশোর জেনারেল হাসপাতালে যান। এ সময় তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা পাননি। টিকা নিতে আসা লোকজনের অভিযোগ, টিকার সংকট থাকলে তাদের কেন ম্যাসেজ দিয়ে আসতে বলা হলো। এ সময় টিকা না পেয়ে শতাধিক ব্যক্তি হতাশা নিয়ে ফিরে যান।

সূত্র জানায়, ৩ লাখ ২০ হাজার মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ মানুষ। আর রেজিস্ট্রেশন করেছেন ৮ লাখেরও বেশি মানুষ। প্রথম ডোজ ১৩ সেপ্টেম্বর শেষ হয়েছে। ফলে টিকা দেওয়া বন্ধ হয়ে গেছে। যদি টিকা না আসে তাহলে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে দ্বিতীয় ডোজও বন্ধ হয়ে যাবে।

হাসপাতালে টিকা দেওয়ার দায়িত্বে থাকা নার্সরা জানান, টিকা সংকটের কারণে তারা বেশিরভাগ লোকজনকে টিকা দিতে পারছেন না।

জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন সাংবাদিকদের জানান, গণটিকা কার্যক্রমের কারণে তাদের কাছে থাকা টিকা শেষ হয়ে যাওয়ায় অনেককেই টিকা দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, ‘ঢাকায় টিকার চাহিদা পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়