শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেঘনা নদীতে ট্রলারডুবিতে জেলের মৃত্যু, নিখোঁজ ১

অহিদ মুুকুল: [২] জেলার হাতিয়ার মেঘনা নদীতে পৃথক স্থানে ট্রলারডুবির ঘটনায় ইউছুফ নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

[৩] এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত আবুল কালাম নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের মো. বাতেনের ছেলে।

[৪] নিহত ইউছুফ মাঝি উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের মৃত মো. হোসেনের ছেলে।

[৫] রোববার (১২ সেপ্টেম্বর) বিকালে দিকে উপজেলার ইসলাম চর সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এ সময় দুটি ট্রলারের ১৬ জেলে নদীতে ডুবে যান। পরে মাছ ধরার অন্য ট্রলারগুলোর সহযোগীতায় নৌপুলিশ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করে।

[৬] হাতিয়া নলচিরা নৌপুলিশ স্ট্রেশনের ইনচার্জ মো. ইয়ার আলী, শনিবার রাতে একটি ট্রলারে করে মেঘনা নদীতে মাছ ধরতে যায় মাঝি-মাল্লাসহ ৮ জন। একপর্যায়ে বৈরি আবহাওয়ার কবলে পড়ে রোববার বিকেলে ট্রলারটি নদীতে ডুবে যায়। খবর পেয়ে মাছ ধরার অন্য ট্রলারগুলোর সহযোগীতায় নৌপুলিশ সাত জেলেকে জীবিত উদ্ধার করে। তবে এখন পর্যন্ত আবুল কালাম নামের অন্য এক জেলের সন্ধান পাওয়া যায়নি।

[৭] নৌপুলিশ ইনচার্জ মো.ইয়ার আলী আরও জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে। মৃত জেলের দাফন সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়