শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেঘনা নদীতে ট্রলারডুবিতে জেলের মৃত্যু, নিখোঁজ ১

অহিদ মুুকুল: [২] জেলার হাতিয়ার মেঘনা নদীতে পৃথক স্থানে ট্রলারডুবির ঘটনায় ইউছুফ নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

[৩] এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত আবুল কালাম নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের মো. বাতেনের ছেলে।

[৪] নিহত ইউছুফ মাঝি উপজেলার ২ নম্বর চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামের মৃত মো. হোসেনের ছেলে।

[৫] রোববার (১২ সেপ্টেম্বর) বিকালে দিকে উপজেলার ইসলাম চর সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এ সময় দুটি ট্রলারের ১৬ জেলে নদীতে ডুবে যান। পরে মাছ ধরার অন্য ট্রলারগুলোর সহযোগীতায় নৌপুলিশ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করে।

[৬] হাতিয়া নলচিরা নৌপুলিশ স্ট্রেশনের ইনচার্জ মো. ইয়ার আলী, শনিবার রাতে একটি ট্রলারে করে মেঘনা নদীতে মাছ ধরতে যায় মাঝি-মাল্লাসহ ৮ জন। একপর্যায়ে বৈরি আবহাওয়ার কবলে পড়ে রোববার বিকেলে ট্রলারটি নদীতে ডুবে যায়। খবর পেয়ে মাছ ধরার অন্য ট্রলারগুলোর সহযোগীতায় নৌপুলিশ সাত জেলেকে জীবিত উদ্ধার করে। তবে এখন পর্যন্ত আবুল কালাম নামের অন্য এক জেলের সন্ধান পাওয়া যায়নি।

[৭] নৌপুলিশ ইনচার্জ মো.ইয়ার আলী আরও জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে। মৃত জেলের দাফন সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়