ডঃমোহাম্মদ আখেরুজ্জামানঃ বিদেশী নাগরিকদেরবসবাসের জন্য তাদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে জাপানসরকার বিভিন্ন ধরণের ভিসা প্রদান করে থাকে। এদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তা (High Skilled Professional) ভিসা হচ্ছে অন্যতম উচ্চ শ্রেণীর একটি ভিসা এবং এই ভিসাবিদেশীদেরযোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পয়েন্ট গননা করে দেয়া হয়।কোন বিদেশী এই ভিসারজন্য আবেদন করতে চাইলে প্রথমে তাকে অন্য কোন ভিসা যেমন, অধ্যাপক (Professor) ভিসা অথবা ইনঞ্জিনিয়ার/আন্তর্জাতিক ব্যবসা (Engineer/ Specialist in Humanities/ International Services)ভিসা নিয়ে জাপানে এসে তারপর নিজের যোগ্যতা,অভিজ্ঞতার ও কর্মরত প্রতিষ্ঠানের উপর উপর ভিত্তি করে পয়েন্ট গননা করে এই ভিসা দিয়ে থাকে। এই ভিসার মেয়াদ সাধারণত ৫ বছর হয়ে থাকে।
এই উচ্চ পদস্থ কর্মকর্তা (High Skilled Professional) ভিসা প্রাপ্ত বিদেশীগণ তাদের মা বাবা অথবা শ্বশুর শাশুড়িকে স্থায়ী ভাবে বসবাসের জন্য জাপানে আনতে পারেন। যে কোন বিদেশী তার যোগ্যতা, অভিজ্ঞতার, এবং কর্মরত প্রতিষ্ঠানের উপর ভিত্তি এই ভিসার জন্য আবেদন করতে পারেন।কোনবিদেশী জাপানের সরকারী প্রতিষ্ঠান, বেসরকারী প্রতিষ্ঠান, কোম্পানি, কিংবা বিশ্ববিদ্যালয়ে চাকুরী করেও এই ভিসা জন্য আবেদন করতে পারে।
এই ভিসার পয়েন্ট তালিকায় বিশেষ ভাবে প্রাধান্য পাবে আবেদনকারীর যোগ্যতা, অভিজ্ঞতা, এবং কর্মরত ও শিক্ষা প্রতিষ্ঠানের লেভেলের উপর। যেমনআবেদনকারীর সর্বোচ্চ ডিগ্রী পি এইচ ডি থাকলে ৩০ পয়েন্ট, এম এস সি/ এম এ থাকলে ২০ পয়েন্ট, বয়সের জন্য ৫ থেকে ১৫ পয়েন্ট, চাকুরীর অভিজ্ঞতার জন্য ৫ থেকে ২০ পয়েন্ট, বেতনের জন্য ১০ থেকে ৪০ পয়েন্ট(তবে বছরে ৩০ লক্ষ জাপানী ইয়েনের নিচে বেতন হলে এই ভিসার জন্য আবেদন করা যাবে না), গবেষণা পেপারে জন্য ১৫ পয়েন্ট, জাপানী ভাষার জন্য ১০ থেকে ১৫ পয়েন্ট, জাপানের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে ১০ পয়েন্ট, পাশ করা বিশ্ববিদ্যালয় যদি বিশ্বের অনতম ৩০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকে তাহলে ১০ পয়েন্ট, নিজের কোন গবেষণার ট্রেডমার্ক থাকলে তার জন্য ১৫ থেকে ২০ পয়েন্ট, এছাড়াও জাপানের কোন জাতীয় প্রোজেক্টের বিশেষ কোনও গবেষণা কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকলে ৫ থেকে ১০ পয়েন্ট, কর্মরত প্রতিষ্ঠান যদি কোন জাপানের জাতীয় প্রোজেক্টের কাজ করে তাহলে আছে ৫ থেকে ২৫ পয়েন্ট।
এই সকল বিষয় থেকেআবেদনকারী যদি তার যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ৭০ পয়েন্টের উপরে প্রাপ্ত হয় তবে তাকে উচ্চ পদস্থ কর্মকর্তা (High Skilled Professional) ভিসা দেয়া হয়। এই ভিসা দেয়ার সময় আপনি কত পয়েন্ট পেয়েছেন তারএকটি সনদও আপনাকে প্রদান করা হবে। আপনি যদি জাপানের স্থায়ী বসবাসের কিংবা জাপানের নাগরিকত্বের(পাসপোর্টের)আবেদন করেন তাহলে এই সনদ বিশেষ ভাবে কাজে লাগবে।
উচ্চ পদস্থ কর্মকর্তা (High Skilled Professional)ভিসা প্রাপ্তদের জন্য কর্মরত প্রতিষ্ঠান পরিবর্তন হলে প্রতিবার নতুন করে আবার এই ভিসার আবেদন করতে হবে। এমনকি একই গ্রুপ কোম্পানি হলেও নিজের কর্মরত প্রতিষ্ঠান পরিবর্তন হলে নতুন প্রতিষ্ঠানের কাগজ পত্রসহ নতুন করে আবেদন করতে হবে। এর প্রধান কারণ হচ্ছে উচ্চ পদস্থ কর্মকর্তা (High Skilled Professional)ভিসার জন্য কর্মরত প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে ভিসা দেয়া হয় এবং পাসপোর্টে এই ভিসার জন্য একটা কাগজ লাগানো থাকে যেখানে কর্মরত প্রতিষ্ঠানের নাম উল্লেখ্য করা থাকে। আমি এই ভিসায় প্রায় ৪ বছর ছিলাম এর মধ্যে দুইবার একই গ্রুপ কোম্পানি মধ্যে নিজের পজিশন পরিবর্তন হলে ভিসাও পরিবর্তন করতে হয়েছে।
এই ভিসা প্রাপ্তদের জন্য আরও একটি বিশেষ সুবিধা জাপান সরকার দিয়ে থাকে যা হচ্ছে স্থায়ী বসবাসের (PR➡Permanent Residency) সুবিধা। উচ্চ পদস্থ কর্মকর্তা (High Skilled Professional) ভিসায় যারা ৭০ পয়েন্টের বেশি পাবে তারা ৩ বছর পরে এবং ৮০ পয়েন্টের বেশি পাবে তারা ১ বছর পরে জাপানে স্থায়ী বসবাস(PR➡Permanent Residency)এর জন্য আবেদন করতে পারেন। যদি কোন বিদেশী জাপানে স্থায়ী বসবাসের অনুমতি পায় তাহলে তার জন্য আর ভিসার প্রয়োজন হয় না।
উচ্চ পদস্থ কর্মকর্তা (High Skilled Professional) ভিসা হচ্ছে আপনার ভিসার লেভেল পরিবর্তন করা। কারণ আপনার তো ভিসা আছেই। তাই এখানে ভিসা না পাওয়ার কিংবা ভিসা বাদ হওয়ার কোন কারণ নাই। প্রয়োজনে আপনাকে আপনার আগের ভিসায় বহাল রাখবে এবং আপনি যদি কোন কারণে এই ভিসা না পান তাহলে জাপান ইমিগ্রেশন অবশ্যই আপনাকে উচ্চ পদস্থ কর্মকর্তা (High Skilled Professional)ভিসা না দেয়ার কারণ জানাবে। তুলনামুলক ভাবে অন্য দেশের চেয়ে জাপানের ভিসা সহজ এবং সাধারণত কোন কারণ ছাড়া ভিসার আবেদন বাতিল হয় না। তাই বাংলাদেশীভাই বোনদের অনুরোধ করব জাপানের ভিসার আবেদন করার সময় আপনার এবং আপনার প্রতিষ্ঠানের(জাপানের যেই প্রতিষ্ঠানে আপনি আসবেন) কাগজ পত্র গুলো ভাল ভাবে পরীক্ষা করে নিন। প্রয়োজনে স্থানীয় দুতাবাসের কিংবা কোন অভিজ্ঞ লোকের পরামর্শ নিন তাহলে আপনি জাপানের ভিসা থেকে বঞ্চিত হবেন না।ইনশাল্লাহ আগামীতে আবার জাপানের অন্য ধরণের ভিসা নিয়ে অলোচনা করব। চলবে