শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক ইউপি প্যানেল মেয়রকে কুপিয়ে বর্তমান ইউপি জেলহাজতে

সাগর আকন: [২] সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান-১ ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে পিটিয়ে আহতের ঘটনায় একই ওয়ার্ডের বর্তমান মেম্বর ও প্যানেল চেয়ারম্যান-১ মোতাহার মৃধাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

[৩] রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো, মাহবুব আলম এ আদেশ দেন।

[৪] জানা যায়, বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর ও প্যানেল চেয়ারম্যান-১ ছিল শফিকুল ইসলাম পনু। একই ওয়ার্ডে মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাকুরগাছিয়া গ্রামের মৃত মোহাম্মদ মৃধার ছেলে মোতাহার মৃধা।

[৫] এ বছর ১ এপ্রিল বিকাল অনুমান ৬ টার সময় পাকুরগাছিয়া গ্রামে নির্বাচনী প্রচারের সময় মোতাহার মৃধাসহ ২৯ জন একত্রিত হয়ে শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। দুটি পা পিটিয়ে ভেঙে দেয়। একাধিক কুপিয়ে পনুর শরীর ক্ষত বিক্ষত করে। বরগুনা থানার পুলিশ সংবাদ পেয়ে পনুকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পনু বাদী হয়ে বরগুনা থানায় ১০ এপ্রিল মোতাহার মৃধাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

[৬] দুপুরে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সেচ্ছায় হাজির হলে শুনানী শেষে জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

[৭] শফিকুল ইসলাম পনু বলেন, ইউনিয়নের নির্বাচনের আগে মোতাহার মৃধা ও আকাইদ হোসেন ঠান্ডাসহ ৩০-৪০ জন সন্ত্রাসী আমাকে কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। আমার দুটি পা পিটিয়ে ভেঙে দেয়। কুপিয়ে সমস্ত শরীর রক্তাক্ত করে। আমি এখনও হাটতে পারি না। ক্রাশে ভর দিয়ে চলতে হচ্ছে। আমাকে মারধর করে নির্বাচনে পরাজিত করে মোতাহার মৃধা ও তার দলবল।

[৮] হাজতী আসামী মোতাহার মৃধা কোর্ট বারান্দায় বসে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাসাঁনো হয়েছে। এ ঘটনায় আমি জড়িত ছিলাম না। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়