শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক ইউপি প্যানেল মেয়রকে কুপিয়ে বর্তমান ইউপি জেলহাজতে

সাগর আকন: [২] সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান-১ ও ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে পিটিয়ে আহতের ঘটনায় একই ওয়ার্ডের বর্তমান মেম্বর ও প্যানেল চেয়ারম্যান-১ মোতাহার মৃধাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

[৩] রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো, মাহবুব আলম এ আদেশ দেন।

[৪] জানা যায়, বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর ও প্যানেল চেয়ারম্যান-১ ছিল শফিকুল ইসলাম পনু। একই ওয়ার্ডে মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাকুরগাছিয়া গ্রামের মৃত মোহাম্মদ মৃধার ছেলে মোতাহার মৃধা।

[৫] এ বছর ১ এপ্রিল বিকাল অনুমান ৬ টার সময় পাকুরগাছিয়া গ্রামে নির্বাচনী প্রচারের সময় মোতাহার মৃধাসহ ২৯ জন একত্রিত হয়ে শফিকুল ইসলাম পনুকে কুপিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। দুটি পা পিটিয়ে ভেঙে দেয়। একাধিক কুপিয়ে পনুর শরীর ক্ষত বিক্ষত করে। বরগুনা থানার পুলিশ সংবাদ পেয়ে পনুকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পনু বাদী হয়ে বরগুনা থানায় ১০ এপ্রিল মোতাহার মৃধাসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

[৬] দুপুরে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সেচ্ছায় হাজির হলে শুনানী শেষে জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

[৭] শফিকুল ইসলাম পনু বলেন, ইউনিয়নের নির্বাচনের আগে মোতাহার মৃধা ও আকাইদ হোসেন ঠান্ডাসহ ৩০-৪০ জন সন্ত্রাসী আমাকে কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। আমার দুটি পা পিটিয়ে ভেঙে দেয়। কুপিয়ে সমস্ত শরীর রক্তাক্ত করে। আমি এখনও হাটতে পারি না। ক্রাশে ভর দিয়ে চলতে হচ্ছে। আমাকে মারধর করে নির্বাচনে পরাজিত করে মোতাহার মৃধা ও তার দলবল।

[৮] হাজতী আসামী মোতাহার মৃধা কোর্ট বারান্দায় বসে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাসাঁনো হয়েছে। এ ঘটনায় আমি জড়িত ছিলাম না। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়