শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান বোর্ডের চেয়ারম্যান ফাজলি বললেন, নারীরা শিগগিরই ক্রিকেটে ফিরছেন

স্পোর্টস ডেস্ক : [২] আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি বলেছেন, খুব শিগগিরই নারীরা ক্রিকেটে ফিরছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে এসবিএস রেডিও পশতুকে বোর্ডের চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি বলেছেন, নারীদের ক্রিকেট খেলতে দেয়ার পক্ষে আমরা কাজ করছি। অতি দ্রুত ইতিবাচক খবর আসবে।

[৩] ফাজলির এই মন্তব্য তালিবান সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান আহমদুল্লাহ ওয়াসিকের বিরোধী। যিনি বুধবার এক রেডিও স্টেশনে বলেছিলেন, নারীদের খেলাধুলার কোনও প্রয়োজন নেই। তাদের কাজ সন্তানের জন্ম দেয়া। তারপরই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়, কী হবে আফগানিস্তান নারী ক্রিকেট দলের ভবিষ্যৎ?

[৪] আফগানিস্তান ক্রিকেট দলের আগামী ২৭ নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে টেস্ট ম্যাচ রয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলা তালেবান সমর্থন না করলে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ বাতিল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না ক্রিকেট অস্ট্রেলিয়ার।
আফগানিস্তান ক্রিকেট তাদের সিদ্ধান্তে বদল আনার কথা বলেছে। তবে সেটা একেবারেই তালিবানদের ভাবনার বিরুদ্ধে গিয়ে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি বলেছেন, গভর্নিং বডি অচিরেই জানিয়ে দেবে, কীভাবে এই বিষয়টি কার্যকর করা হবে। ২৫ জনের নারী ক্রিকেটারদের যে দলটি ছিল, তারা আফগানিস্তানেই রয়ে গিয়েছে। আফগানিস্তান ছেড়ে কেউই যাননি।

[৫] ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা আরও হয়েছে, বৈশ্বিকভাবে নারী ক্রিকেটের বিকাশ ঘটানো ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য সবার জন্য ক্রীড়া নিশ্চিত করা এবং নারীদের জন্য সব পর্যায়ে, সব খেলা আমরা পরিষ্কারভাবে সমর্থন করি। - এসবিএস/ আরটিভি,

  • সর্বশেষ
  • জনপ্রিয়