শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগান বোর্ডের চেয়ারম্যান ফাজলি বললেন, নারীরা শিগগিরই ক্রিকেটে ফিরছেন

স্পোর্টস ডেস্ক : [২] আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি বলেছেন, খুব শিগগিরই নারীরা ক্রিকেটে ফিরছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে এসবিএস রেডিও পশতুকে বোর্ডের চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি বলেছেন, নারীদের ক্রিকেট খেলতে দেয়ার পক্ষে আমরা কাজ করছি। অতি দ্রুত ইতিবাচক খবর আসবে।

[৩] ফাজলির এই মন্তব্য তালিবান সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান আহমদুল্লাহ ওয়াসিকের বিরোধী। যিনি বুধবার এক রেডিও স্টেশনে বলেছিলেন, নারীদের খেলাধুলার কোনও প্রয়োজন নেই। তাদের কাজ সন্তানের জন্ম দেয়া। তারপরই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়, কী হবে আফগানিস্তান নারী ক্রিকেট দলের ভবিষ্যৎ?

[৪] আফগানিস্তান ক্রিকেট দলের আগামী ২৭ নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে টেস্ট ম্যাচ রয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলা তালেবান সমর্থন না করলে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ বাতিল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না ক্রিকেট অস্ট্রেলিয়ার।
আফগানিস্তান ক্রিকেট তাদের সিদ্ধান্তে বদল আনার কথা বলেছে। তবে সেটা একেবারেই তালিবানদের ভাবনার বিরুদ্ধে গিয়ে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি বলেছেন, গভর্নিং বডি অচিরেই জানিয়ে দেবে, কীভাবে এই বিষয়টি কার্যকর করা হবে। ২৫ জনের নারী ক্রিকেটারদের যে দলটি ছিল, তারা আফগানিস্তানেই রয়ে গিয়েছে। আফগানিস্তান ছেড়ে কেউই যাননি।

[৫] ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা আরও হয়েছে, বৈশ্বিকভাবে নারী ক্রিকেটের বিকাশ ঘটানো ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য সবার জন্য ক্রীড়া নিশ্চিত করা এবং নারীদের জন্য সব পর্যায়ে, সব খেলা আমরা পরিষ্কারভাবে সমর্থন করি। - এসবিএস/ আরটিভি,

  • সর্বশেষ
  • জনপ্রিয়