শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিহাসের সেরা দশ রাজকীয় জীবন-সঙ্গিনী

রাকিবুল আবির: [২] বিশ্বে যতোদিন রাজতন্ত্র ছিলো, ততোদিনই রাজতন্ত্রের ওপর প্রভাব ছিলো রাজার রাজকীয় জীবন সঙ্গীদের। তেমনি বিশ্বের সেরা ১০ রাজকীয় জীবন সঙ্গীদের নিয়ে আজকের আলোচনা।

১. নেফারতিতি (খৃষ্টপূর্ব ১৩৭০-১৩৩০): প্রাচীন মিশরের অন্যতম প্রভাবশালী রাণী হিসেবে পরিচিত ছিলেন ফারাও রাজা আখেনাতেনের সহধর্মী নেফানতিতি। ফারাও রাজা তুতেনখামেনের সৎ মা ছিলেন তিনি।

২. সম্রাজ্ঞী থিওডোরা (৫০০-৫৪৮ খৃষ্টাব্দ): ২১ বছর বাইজেন্টাইন সাম্রাজ্যকে শাসন করা সম্রাট জাস্টিনিয়ানের স্ত্রী ছিলেন সম্রাজ্ঞী থিওডোরা। যদিও তিনি শাসক ছিলেন না, তবে অনেকেরই বিশ্বাস, তিনিই ছিলেন বাইজেন্টাইনের প্রকৃত শাসক।

৩. উ জেটিয়ান (৬২৪-৭০৫ খৃষ্টাব্দ): সম্রাট তাইজংয়ের কনকুবাইনের দায়িত্বে থাকার পর সম্রাজ্ঞী হয়ে উঠেছিলেন তিনি। তিনি ছিলেন অত্যন্ত নির্দয় এবং উজ্জ্বল সুন্দরী।

৪. কিয়েভের ওলগা (৮৯০-৯২৫ খৃষ্টাব্দ): রাজা কিয়েভের ইয়েগের সহধর্মী ছেলেন কিয়েভের ওলগা। স্বামীর মৃত্যুর পর তিনিই রাজত্ব করেছেন কিয়েভান রাস।

৫. অ্যাকুইটেনের এলিনর (১১২২-১২০৪ খৃষ্টাব্দ): এলিনরের প্রথম স্বামী ছিলেন ফ্রান্সের রাজা সপ্তম লুইস। এর ২ মাস পরেই তিনি কাউন্ট অফ আনজো এবং ডিউক অফ নরম্যান্ডি রাজা হেনরিকে বিয়ে করেন। এরপরই শুরু হয় তার প্রভাব বিস্তার।

 

৬. এনি বোলেইন (১৫০১-১৫৩৬): অষ্টম হেনরির সহধর্মী ছিলেন তিনি। তবে প্রতারক হিসেবেই বেশ খ্যাতি রয়েছে এনি বোলেইনের।

৭. ম্যারি অ্যান্তোনেট (১৭৫৫-১৭৯৩): ফ্রান্সের রাজা ষোলতম লুইসের সহধর্মী ছিলেন তিনি। ফ্রান্সের রাণী হিসেবে তার বেশ জনপ্রিয়তা রয়েছে।

৮. প্রিন্স অ্যালবার্ট (১৮১৯-১৮৬১): ১৮৪০ সালে তিনি রানী ভিক্টোরিয়াকে বিয়ে করেছিলেন।

৯. গায়েত্রী দেবী (১৯১৯-২০০৯): মহারাজা সাওয়াই মান সিংহকে বিয়ে করেছিলেন গায়েত্রী দেবী। পরবর্তিতে তিনি জয়পুরের মহারানীর দ্বায়িত্ব পালন করেছেন।

১০. প্রিন্স ফিলিপ (১৯২১-২০২১): দ্বিতীয় রানী এলিজাবেথের স্বামী হিসেবে পরিচিত প্রিন্স ফিলিপ। ব্রিটিশ রাজ পরিবারের সদস্য হিসেবে রাজ্য পরিচালনায় কর্মরত ছিলেন তিনি। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়