শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫১ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বাণিজ্য ও কানেকটিভিটি বাড়াতে চায় ভারত

মাছুম বিল্লাহ: [২] বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আট রাজ্যের রেল, সড়ক ও জলপথে যোগাযোগ, বাণিজ্য বাড়ানো এবং যৌথ বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পাশাপাশি মানুষে মানুষে যোগাযোগ বাড়াতে চায় দেশটির সরকার।

[৩] ইকোনমিক্স টাইমস ও আউটলুক ইন্ডিয়া এ খবর দিয়েছে। পত্রিকাটি জানায়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বৃহস্পতিবার আসাম রাজ্যের গভর্নর জগদীশ মুখীর সঙ্গে সাক্ষাতে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম আসাম সফরে গেছেন বিক্রম দোরাই স্বামী।

[৪] বৈঠকে আসামের রাজ্যপালকে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে যোগাযোগ, বাণিজ্য জোরদার করার জন্য বাংলাদেশে ভারতের প্রকল্পগুলি সম্পর্কে অবহিত করেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আসাম সফরের সময় রাজ্যপালের সঙ্গে আলোচনার বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন।

[৫] আসামের রাজ্যপাল বর্তমান বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতার উপর ভিত্তির করে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এটাকে শক্তিশালী করতে আসাম আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ বিষয়ে হাইকমিশনার বলেন, উত্তর -পূর্ব দিকে বিশেষ জোর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর যোগাযোগের প্রয়োজন রয়েছে।

[৬] গভর্নর আরও বলেন, আসাম সরকার ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, কানেকটিভিটি ইত্যাদি ক্ষেত্রে ক্রমবর্ধমান অংশীদারিত্ব এবং সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে আগ্রহী। তিনি বলেন, এতে করে সীমান্তের দুই পাশের মানুষ ত্বরিত আর্থ-সামাজিক অগ্রগতির সুফল পাবে।

[৭] জগদীশ মুখী বলেন, শিক্ষা একটি গুরুত্বপূর্ণ সেক্টর যেখানে উভয় দেশ আরো সহযোগিতা করতে পারে এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির উপর জোর দিতে হবে।

[৮] তিনি আরও বলেন, কক্সবাজারে ইন্টারনেট গেটওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য সংযোগ এবং ব্যান্ডউইথ সুবিধার দিকে মনোনিবেশ করার জন্যও মুখী দোরাইস্বামীকে আহ্বান জানান। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়