শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫১ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বাণিজ্য ও কানেকটিভিটি বাড়াতে চায় ভারত

মাছুম বিল্লাহ: [২] বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আট রাজ্যের রেল, সড়ক ও জলপথে যোগাযোগ, বাণিজ্য বাড়ানো এবং যৌথ বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পাশাপাশি মানুষে মানুষে যোগাযোগ বাড়াতে চায় দেশটির সরকার।

[৩] ইকোনমিক্স টাইমস ও আউটলুক ইন্ডিয়া এ খবর দিয়েছে। পত্রিকাটি জানায়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বৃহস্পতিবার আসাম রাজ্যের গভর্নর জগদীশ মুখীর সঙ্গে সাক্ষাতে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে হাই কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম আসাম সফরে গেছেন বিক্রম দোরাই স্বামী।

[৪] বৈঠকে আসামের রাজ্যপালকে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে যোগাযোগ, বাণিজ্য জোরদার করার জন্য বাংলাদেশে ভারতের প্রকল্পগুলি সম্পর্কে অবহিত করেন। এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আসাম সফরের সময় রাজ্যপালের সঙ্গে আলোচনার বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন।

[৫] আসামের রাজ্যপাল বর্তমান বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতার উপর ভিত্তির করে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এটাকে শক্তিশালী করতে আসাম আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ বিষয়ে হাইকমিশনার বলেন, উত্তর -পূর্ব দিকে বিশেষ জোর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে বৃহত্তর যোগাযোগের প্রয়োজন রয়েছে।

[৬] গভর্নর আরও বলেন, আসাম সরকার ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, কানেকটিভিটি ইত্যাদি ক্ষেত্রে ক্রমবর্ধমান অংশীদারিত্ব এবং সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে আগ্রহী। তিনি বলেন, এতে করে সীমান্তের দুই পাশের মানুষ ত্বরিত আর্থ-সামাজিক অগ্রগতির সুফল পাবে।

[৭] জগদীশ মুখী বলেন, শিক্ষা একটি গুরুত্বপূর্ণ সেক্টর যেখানে উভয় দেশ আরো সহযোগিতা করতে পারে এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির উপর জোর দিতে হবে।

[৮] তিনি আরও বলেন, কক্সবাজারে ইন্টারনেট গেটওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য সংযোগ এবং ব্যান্ডউইথ সুবিধার দিকে মনোনিবেশ করার জন্যও মুখী দোরাইস্বামীকে আহ্বান জানান। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়