মাসুদ আলম: [২] বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরে সবুজবাগ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৩টায় মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
[৩] সবুজবাগ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, হৃদয় নির্মাণাধীন একটি ভবনে চুরি করতে গিয়েছিল বলে দাবি ওই ভবনের ঠিকাদারের ভাই ও সিকিউরিটি গার্ডের। পরে তারা হৃদয়কে আটক করে হাত-পা বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় ওই ঠিকাদারের ভাই ও সিকিউরিটি গার্ডকে আটক করা হয়েছে।