শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৬ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফের শাহপরীরদ্বীপে সাড়ে ৩ লাখ ইয়াবা জব্দ

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

[৩] ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাতে বিসিজি স্টেশন টেকনাফ শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই ইয়াবা জব্দ করে।

[৪] জানা যায়, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে টেকনাফ শাহপরী দ্বীপ এলাকায় লেঃ কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

[৫] এসময় তিনজন ব্যক্তিকে দেখতে পায় কোস্ট গার্ড সদস্যরা। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বাঁশি এবং টর্চ লাইটের মাধ্যমে তাদের থামার সংকেত দিলে পাচারকারীরা সাদা রংয়ের তিনটি বস্তা ফেলে অন্ধকারে পালিয়ে যায়। গ্রামের মধ্যে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে পরিত্যক্ত বস্তা দুইটি তল্লাশী করে তিন লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

[৫] এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিনুল হক জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ড জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়