সুজন কৈরী: [২] রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ২ জন অবৈধ বিদেশি নাগরিক ও মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-১।
[৩] বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি র্যাব-১ গোয়েন্দা সূত্রে জানতে পারে, রাজধানীর অভিজাত এলাকায় কতিপয় বিদেশি নাগরিক দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকছেন। তারা গার্মেন্টস ব্যবসা, ছাত্র, ফুটবলার ইত্যাদি পরিচয় দিয়ে বিভিন্নভাবে আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করছেন। ওই তথ্যে র্যাব-১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
[৪] এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর খিলক্ষেতের উত্তরপাড়ার ক/১৪৩ নম্বর বাড়ির ৫ম তলায় পশ্চিম পাশের ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব-এর একটি দল। এ সময় দু’জন বিদেশি নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-MICHAEL ONYEDIKA NNEJI, CHARLES IFENNADE UDEZUE, টুম্পা আক্তার ওরফে আনিকা ও মৌসুমী ইসলাম। এ সময় ওই বাসায় তল্লাশি করে ১৫০০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ১৭টি মোবাইল ফোন, ২টি পাসপোর্ট, ২টি ল্যাপটপ, ১টি পেনড্রাইভ, নগদ ১ লাখ ৯৪ হাজার ৫২০ টাকা, ৫টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। বাসাটি MICHAEL ONYEDIKA NNEJI ভাড়া নিয়েছিলেন।
[৫] র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে খিলক্ষেতসহ আশপাশের এলাকায় গোপনে মাদক ব্যবসা করছিলেন। গ্রেপ্তার দু’জন বিদেশি নাইজেরিয়ার নাগরিক। তারা বাংলাদেশি নাগরিক টুম্পা আক্তার ও মৌসুমীর মাধ্যমে রাজধানীর অভিজাত এলাকায় মাদক ব্যবসা করছিলেন।
[৬] বিদেশি নাগরিকদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছিলেন। তারা অবৈধভাবে বসবাসের সুবাদে প্রতারণাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা পরিপন্থি কাজ করছিলেন বলে জানা যায়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা : ভিকটর রোজারিও