শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে ১৪১ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্ধোধন

সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুরে ২০১৭-২০২১ অর্থবছরে ৬৮ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার টাকা ব্যায়ে উপজেলার ১৪১ শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করনকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নতুন ভবন উদ্ধোন করা হয়েছে।

[৩] আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর উদ্ধোধন করেন- পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।

[৪] বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ।

[৫] এসময় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবীব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহেল মাফী প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদ সরকারি কর্মকর্তা, বিভিন্ন কলেজ অধ্যক্ষ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর দুপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

[৬] পার্বতীপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানিয়েছেন, ২০১৭-২০২১ অথবছরে অদ্যাবধি প্রাক্কলিত মূল্য ৬৮ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার ব্যায়ে উপজেলার ১৪১ শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করনকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় এসব নির্মান কাজ সম্পন্ন করা হয়েছে।

[৭] এসময় পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার লাগাতার সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি- শিক্ষাখাতে সরকারের কাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরে শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য শিক্ষক সমাজের প্রতি আহবান জানান। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়