শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৫ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যঙ্গ করে ভিডিও গেম তৈরি, আদালতের দ্বারস্থ হলেন সালমান খান

বিনোদন ডেস্ক: ভীষণ রেগে গেলেন সলমন খান। তাকে নিয়ে এরকম মস্করা কিছুতেই মেনে নিতে পারছেন না। আর তাই তো বলিউডের ‘দাবাং’ খান এতটাই ক্ষেপে গেলেন যে সোজা দ্বারস্থ হলেন আদালতের।

আইনজীবীর মাধ্যমে অভিযোগ দাখিল করেছেন তিনি। খবর সংবাদ প্রতিদিন

কিছু দিন আগেই বাজারে আসে ‘সেলমন ভাই’ নামের একটি ভিডিও গেম। সালমানের অভিযোগ, তার নামের ব্যাঙ্গ করেই এমন নাম দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গেমটির বিষয়বস্তু নিয়েও সাল্লুর আপত্তি রয়েছে। তার ‘হিট অ্যান্ড রান’ মামলার অনুকরণে এটি বানানো হয়েছে। এসব দেখেই ক্ষুব্ধ হয়েছেন ভাইজান।

অন্যদিকে গেমটি যে প্রতিষ্ঠান থেকে বানানো হয়েছে, তারাও অভিযোগের বিরুদ্ধে হলফনামা জমা দিয়েছেন। আগামী ২০ সেপ্টেম্বর হবে এই মামলার শুনানি।

এদিকে সালমান খান বর্তমানে রয়েছেন তুরস্কে। সেখানে তিনি ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং করছেন। জানা গেছে, তুরস্কে থেকেই নিজের আইনজীবীকে মামলা করার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, ‘টাইগার থ্রি’ সিনেমায় সালমানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। খল চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মনে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়