শিরোনাম
◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর বিভাগে করোনায় নতুন সংক্রমণ ১০০, মৃত্যু ২ জনের

আফরোজা সরকার: রংপুর বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় একদিনে নতুন করে ১০০ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ২ জেলায় একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে বিভাগের গাইবান্ধায় ১ জন এবং ঠাকুরগাঁও জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩১০ জন।

এ নিয়ে বিভাগে ২ লাখ ৬২ হাজার ৩শ’ ৯৬ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫৩ হাাজার ৮শ’ ৩৭ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া এ পর্যন্ত মোট ১ হাজার ২শ’ ১১ জনের মৃত্যু হয়েছে। বিভাগে ৪৯ হাজার ৩১৩ জন রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের একদিনে পঞ্চগড়ে ৪৫ জন,
ঠাকুরগাঁয় ১৫ জন, রংপুরে ১০ জন, দিনাজপুরে ১০ জন, কুড়িগ্রামে ৮ জন, গাইবান্ধায় ৬ জন, লালমনিরহাটে ৩ জন এবং নীলফামারী জেলায় ৩ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগে করোনা সংক্রমনের হার গত ২৪ ঘন্টায় ১১ দশমিক ১৭ শতাংশ এবং এ পর্যন্ত ২০ দশমিক ৫২ শতাংশ, মৃত্যুর হার ২ দশমিক ২৫ শতাংশ এবং সুস্থতার হার ৯১ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের বুড়িমারী স্থল বন্দর দিয়ে ২ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এ পর্যন্ত ভারত থেকে মোট ৪৯ হাজার ৮১৯ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ১৪ হাজার ৩শ’ ৭২ জন আক্রান্ত ও ৩২০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর জেলায় ১২ হাজার ২শ’ ২১ জন আক্রান্ত ও ২৮৭ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৭ হাজার ২শ’ ৯৩ জন আক্রান্ত ও ২৪৫ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৭শ’ ৬২ জন আক্রান্ত ও ৬৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ৩শ’ ৩৬ জন অক্রান্ত ও ৮৭ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ৫শ’ ৬২ জন আক্রান্ত ও ৬৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৭শ’ জন আক্রান্ত ও ৬৪ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ৫শ’ ৯১ জন আক্রান্ত এবং ৭৯ জনের মৃত্যু হয়েছে।
# #

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়