ইমরুল শাহেদ: চিত্রাভিনেত্রী তানহা তাসনিয়ার সর্বশেষ সিদ্ধান্ত হলো তিনি চলচ্চিত্রকে বিদায় জানিয়ে টিভি মিডিয়ায় ব্যস্ত হয়েছেন। পাশাপাশি মডেলিং তো আছেই। গত ঈদে তার সাতটি নাটক বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হয়েছে বলে জানা গেছে। নাটকের যুক্ত হয়েই তিনি আলোচনায় চলে আসেন শীর্ষ অভিনেতাদের সঙ্গে কাজ করে। এরইমধ্যে তিনি কাজ করেছেন মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশোদের সঙ্গেও।
কাজ করেছেন চলতি প্রজন্মের মুশফিক আর ফারহান, নিলয় আলমগীর, শামীম হাসান সরকারদের সঙ্গেও। ক্যারিয়ারের শুরুতে তিনি ‘ভালা তো যায় না তারে’, ‘ভালো থেকো’, ‘ধূমকেতু’ ছবিগুলোর মাধ্যমে সম্ভাবনার জানান দিয়েছিলেন। কিন্তু করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে সিনেমার কাজ কমে যায়। তানহা অভিনীত সর্বশেষ ছবি ছিল ‘বিয়ে আমি করবো না’। রকিবুল আলম রকিব পরিচালিত এ ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। নতুন কোনো সিনেমায় কাজ করা নিয়ে তিনি বলেন, ‘নতুন চলচ্চিত্রে এখনো চুক্তিবদ্ধ হইনি। তবে কথাবার্তা চলছে।
সবকিছু ঠিকঠাক মনে হলে চুক্তিবদ্ধ হবো। তানহা বলেন, আসলে করোনার কারণে অনেকটা সময় মনে হচ্ছে এভাবেই চলে গেল। এই সময়টাকে কাজে লাগানো যেতো। এর ভেতরও চেষ্টা করেছি সচেতন থেকে কাজ করার।’ মুখে এ কথাটি বললেও তার আগে তিনি গণমাধ্যমকে বলেছেন, তিনি আপাতত আর চলচ্চিত্রে কাজ করবেন না। তিনি ইতোমধ্যে রাশেদ রাহা পরিচালিত ‘দম’ নামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এই ওয়েব ফিল্মে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আবু হুরায়রা তানভীর। এটি একটি উৎসবের জন্য করা হয়েছে বলেও জানান তানহা।
এ ব্যাপারে তানহা বলেন, ওয়েব সিরিজের গল্প দারুণ ইন্টারেস্টিং। আমার চরিত্রটিও চমৎকার। পুরো সিরিজের মধ্যেই টানটান উত্তেজনা অনুভব করবেন দর্শক। তাই কাজ করে আনন্দ পেয়েছি। এখানে নিজেকে প্রমাণের সুযোগও ছিল। আশা করছি সিরিজটি ভালো লাগবে সবার। নাটকের ব্যস্ততা কেমন চলছে? এ অভিনেত্রী বলেন, নাটকের কাজ খুব ভালো চলছে। বেশকিছু নতুন নাটক নিয়ে কথা চলছে। সামনেই শুটিং শুরু হবে।