সালেহ্ বিপ্লব: [২] ১৯৩৬ সালের অলিম্পিকে পোলভল্টে সমান পয়েন্ট পেয়ে দ্বিতীয় হন জাপানি পোল ভল্টার সুহাই নিশিদা ও সুই ও।
[৩] রৌপ্য পদকের জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করতে অস্বীকৃতি জানান দুজনেই। তাই নিশিদাকে রৌপ্য ও সুইকে ব্রোঞ্জ পদক দেয়া হয়।
[৪] দেশে ফিরে দুজনেই তাদের পদক কেটে দুভাগ করেন। এরপর দুই পদকের দুই অংশ জোড়া দিয়ে দুটি পদক বানান। তারা এর নাম দেন বন্ধুত্বের পদক।
[৫] ঐতিহাসিক ছবিটি ফেসবুকে শেয়ার করেছে ইতিহাসভিত্তিক নিউজ মিডিয়া Weird History