শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের মুখোমুখি বাংলাদেশ

রাহুল রাজ :[২]তিন জাতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ শক্তিশালী ফিলিস্তিন। ফিফা র‌্যাংকিংয়ে যারা বাংলাদেশের (১৮৮)চেয়ে আছে ৮৬ ধাপ (১০২) এগিয়ে!

[৩]কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে আজ রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল। তিন জাতির এই প্রতিযোগিতায় এ ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে জেমি ডের দল।

[৪]প্রথম ম্যাচে দারুণ লড়াই করে স্বাগতিক কিরগিজস্তানের কাছে ১-০ গোলে হেরে এই প্রতিযোগিতা শুরু করেছে ফিলিস্তিন। তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশকে পরাজিত করে প্রথম জয় তুলে নেওয়া।

[৫]দুই দলে সবশেষ দুই দেখায় দুই ম্যাচই বাংলাদেশ হেরেছিল ২-০ ব্যবধানে; ২০১৮ ও ২০২০ সালের বঙ্গবন্ধু গোল্ড কাপে। এছাড়া ফিলিস্তিনের বিপক্ষে কখনও জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের ১-১ ড্র এখনও সেরা প্রাপ্তি।

[৬]এবারও বড় কিছু পাওয়ার আশার কথা জোরোশোরে বলছেন না জেমি। ‘নতুন কৌশলে’ খেলে মোটাদাগে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সেরে নিতে চান এই ইংলিশ কোচ।

[৭]এই তিন ম্যাচে আমরা অবশ্যই ভিন্ন কৌশলে, ফরমেশনে খেলার চেষ্টা করব। দেখব সাফের জন্য আমরা বিকল্প কোনো কৌশল রপ্ত করতে পারি কিনা। যেহেতু এই ম্যাচগুলো আমরা সাফের প্রস্তুতির জন্য খেলছি, অবশ্যই ভিন্ন কৌশল নিয়ে এই তিন ম্যাচে কাজ করব। সবাইকে এটার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও দিব। ম্যাচগুলো ছেলেদের জন্য কঠিন হবে; ভালো অভিজ্ঞতাও হবে।

[৮]আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট হলেও দল চারটি। প্রতিযোগিতায় অপর দুটি দল হলো কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল ও ফিলিস্তিন। - বাফুফে

  • সর্বশেষ
  • জনপ্রিয়