আসিফুজ্জামান পৃথিল: [২] এনআরএফের মুখপাত্র ফাহিম দাস্তি গতকাল এক টুইটে বলেন, পানশিরের বিভিন্ন জেলায় এক হাজারের বেশি তালিবান আটক হয়েছে বা তারা আত্মসমর্পণ করেছে। এনআরএফের মুখপাত্র আরও জানান, আফগানিস্তানের অন্যান্য প্রদেশ থেকে রসদ পাওয়ার ক্ষেত্রে তালিবান সমস্যায় আছে। ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩] পানশিরের দখল নিতে লড়াই অব্যাহত আছে। কিন্তু এনআরএফের বিরুদ্ধে তালিবানের আক্রমণের গতি কমে গেছে। কারণ, এলাকাটির সড়কে ভূমি মাইন রয়েছে। এই তথ্য আল-জাজিরাকে জানিয়েছে তালিবানেরই একটি সূত্র।
[৪] শুক্রবার পানশির উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল তালিবান। কিন্তু শনিবারও পানশিরে বিরোধীদের সঙ্গে তালেবানের লড়াই চলছিলো। তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর এই পার্বত্য এলাকায় এনআরএফ গড়ে তোলা হয়। স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে এই ফ্রন্ট গঠন করা হয়েছে।
[৫] এবার তালিবান আবার ক্ষমতায় আসার পর দুই পক্ষের মধ্যে সমঝোতা আলোচনা চলছিল। তবে তাতে সমাধান আসেনি। ফলে তালেবান যুদ্ধের পথ বেছে নেয়। পানশিরের দখল নিতে তালেবান ও এনআরএফের মধ্যে কদিন ধরে তীব্র লড়াই চলছে। তালেবান আফগানিস্তানে এখনো নতুন সরকার গঠনের ঘোষণা দিতে পারেনি। আগামী সপ্তাহে এ ঘোষণা আসতে পারে।