সাকিবুল আলম:[২] যুক্তরাষ্ট্রের স্টেট সচিব অ্যান্থোনি বিøংকেন শুক্রবার জানিয়েছেন, আফগান ইস্যু নিয়ে আলোচনা করার জন্য রোববার কাতারের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন তিনি। যুক্তরাষ্ট্রের শীর্ষ এ কুটনীতিক আরো বলেন, কাতার ভ্রমণ শেষে তিনি জার্মানিতে গিয়ে বিশটি দেশের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। সে বৈঠকে তার সঙ্গে থাকবেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। এনডিটিভি
[৩] ব্লিংকেন বলেন, বাস্তুহারা আফগান শরণার্থীদের পুর্নবাসিত করতে আমরা সকলেই একমত। তালিবানের করা প্রতিশ্রুতিকে আমরা মনে করিয়ে দেব। তালিবানরা সাধারণ আফগানদের দেশ ত্যাগ করতে দেওয়ার যে ওয়াদা করেছিলো, সেদিকেই ইঙ্গিত করেন বিøংকেন।
[৪] যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিনও রোববার কাতারে অনুষ্ঠিতব্য ভ্রমণে উপস্থিত থাকবেন। কাতার ইতোমধ্যেই তালিবান ইস্যুতে কূটনৈতিক আলোচনার কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে।
[৫] পেন্টাগন জানিয়েছে, কাতার ভ্রমণ শেষে অস্টিন বাহরাইন, কুয়েত, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সামরিক মিত্রদেশগুলোতেও ভ্রমণ করবেন।