শিরোনাম
◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার ◈ নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং ◈ বন্দরকে না জানিয়েই উধাও মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ‘ক্যাপ্টেন নিকোলাস’ ◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করলেন অভিনেতা অপূর্ব, সবার দোয়া চাইলেন

বিনোদন ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ের আয়োজন।

হস্পতিবার (২ সেপ্টেম্বর) জমকালো সেই আয়োজনে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বধূ হিসেবে গ্রহণ করেন অপূর্ব।

ছবিতে দেখা গেল, টকটকে লাল শাড়ি আর গয়নাতে সেজেছেন শাম্মা। আর অপূর্ব পরিধান করেছেন পাঞ্জাবী। বিয়ের স্টেজ সাজানো হয়েছে বিভিন্ন ফুলে। হাস্যোজ্জ্বল মুখে তারা বিনিময় করেছেন বিয়ের মালা।

বিয়ের সম্পন্ন হওয়ার পর অপূর্ব বলেছেন, ‘আলহামদুল্লিাহ, ছোট পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হলো। আপনারা সবাই আমাদের নতুন সম্পর্কের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, শাম্মা দেওয়ানের পৈত্রিক ভিটা ঢাকার লালমাটিয়ায়। তবে তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। এর আগে শাম্মার আরেকটি বিয়ে হয়েছিল বলে জানা যায়। সে সংসারে রয়েছে একটি সন্তানও।

এদিকে অপূর্বর তৃতীয় বিয়ের খবর শুনে দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘চার বছরের প্রেম সফল হলো, মাশাআল্লাহ্! নব বিবাহিতদের জন্য শুভ কামনা।’

যদিও অদিতি কারো নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই, স্ট্যাটাসটি প্রাক্তন স্বামী অপূর্বকে নিয়েই লিখেছেন। মন্তব্যের ঘরে অদিতির অনুসারীরা অপূর্বর নাম উল্লেখ করে নানা সমালোচনা করছেন।

অনেকের মতে, শাম্মীর সঙ্গে প্রেমের কারণেই অদিতির সঙ্গে বিচ্ছেদ করেছেন অপূর্ব। কেউ কেউ অদিতিকে ধন্যবাদও জানিয়েছেন, এ বিষয়ে মুখ খোলার জন্য।

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেত্রীকে প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। তবে এক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এই অভিনেতা। দীর্ঘ ৯ বছর সংসার করার পর ২০২০ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। আয়াশ নামের এক পুত্র সন্তান রয়েছে প্রাক্তন এই দম্পতির। চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়