শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেড় কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন ফেলে দিল যুক্তরাষ্ট্র

রাশিদুল ইসলাম : [২] গত মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ফার্মাসি ও রাজ্য সরকারগুলো অন্তত ১৫.১মিলিয়ন কোভিড ভ্যাকসিন ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এ তথ্য এনবিসিকে জানিয়েছে। স্পুটনিক

[৩] যুক্তরাষ্ট্রের ফার্মাসি চেইনের অন্যতম প্রতিষ্ঠান ওয়ালগ্রিন্স, সিভিএস, ওয়ালমার্ট ও রাইট এইড গত ৬ মাসে ১.১ মিলিয়ন বা ১১ লাখ টিকা ফেলে দিয়েছে।

[৪] যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি শুরু হবার পরও বেশ কিছুদিন মার্কিনীদের মধ্যে এ নিয়ে ইতস্ততা লক্ষ্য করা যায়। এর ফলে অনেক টিকা অব্যবহৃত থেকে মেয়াদ নষ্ট হয়ে যায়।

[৫] যুক্তরাষ্ট্রের রাজ্য সরকার ৪৪ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৭০৫টি টিকা সরবরাহ করে। এর মধ্যে ৩৭ কোটি ১২ লাখ ৮০ হাজার ১২৯টি টিকা গ্রহণ করে মার্কিন নাগরিকরা। এর পাশাপাশি ১৭৪.৬ মিলিয়ন মার্কিনী যাদের বয়স ১২ কিংবা তারচেয়ে বেশি তাদেরও টিকা দেওয়া হয়েছে।

[৬] এত টিকা ফেলে দেওয়ার পরও রাজ্যগুলো থেকে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

[৭] মিশিগানে সিডিসি’র কাছে তথ্য ছিল রাজ্যটিতে মাত্র ১২টি টাকা নষ্ট হয়ে গেছে। আদতে সেখানকার ডিপার্টমেন্ট অব হেল্থ এন্ড হিউম্যান সার্ভিস নিশ্চিত করেছে ২ লাখ ৫৭ হাজার ৬৭৩টি টিকা নষ্ট হয়েছে।

[৮] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রধান স্বাস্থ্য পরামর্শদাতা অ্যান্থনি ফাউচি সহ অন্যান্য সংক্রমণ বিশেষজ্ঞরা বলছেন দুটি ডোজ টিকা দেওয়ার পর মার্কিন নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি আদর্শ অনুশীলনে পরিণত হবে। ইতিমধ্যে দশ লাখ মার্কিনী বুস্টার ডোজ দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়