শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর ভালো কাজের পুরষ্কার পেলেন ৩০পুলিশ

অহিদ মুুকুল : অপরাধ দমন ও অভিন্ন মানদন্ডের মূল্যায়নের ভিত্তিতে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নোয়াখালীর ৩০জন পুলিশ সদস্যকে পুরষ্কৃত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে ১১জন পুলিশ পরিদর্শক, ২জন ট্রাফিক পরিদর্শক, ১২জন এসআই, ৩জন সার্জেন্ট ও ২জন এএসআই। পুরষ্কার প্রাপ্তির নগদ ৬০হাজার টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বুধবার জেলা পুলিশ লাইন্সের শহীদ মনিরুল হক হলে মাসিক কল্যাণ সভার মাধ্যমে তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

পুলিশ সুপার সকল থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্পে নিয়োজিত পুলিশ সদসদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সরকারি দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি সকল পুলিশ সদস্যদের ইউনিটি বৃদ্ধির লক্ষ্যে খাবারের প্রতি আরও যত্নবান হওয়ার জন্য বলেন। আগামীতে পুরষ্কারের সংখ্যা বৃদ্ধি করে দুই ক্যাটাগরিতে পুরষ্কার প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়ায় কল্যাণ সভায় পুলিশ সুপারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, সদর সার্কেল আকরামুল হাসান, বেগমগঞ্জ সার্কেল মোহাম্মদ শাহ ইমরান, চাটখিল সার্কেলের সহকারি পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খান’সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়