শিরোনাম
◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির 

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে নতুন ৫০ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। অন্যদিকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে পরিচিত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও একজন মারা গেছেন।

[৩] সোমবার থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের। শনাক্তের হার ১৯ দশমিক ৪৫।

[৪] করোনা শনাক্ত হয়ে মারা গেছেন রুপবান বেগম (৮০)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার বিবাগদী গ্রামের আবদুর রশিদের স্ত্রী। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জের একজন মারা গেছেন। এ পর্যন্ত হাসপাতালে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৫০৩।

[৫] ফরিদপুরের সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান বলেন, নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে ভাঙ্গা উপজেলার ১০, বোয়ালমারীর ২, মধুখালীর ২, সদরপুরের ২, চরভদ্রাসনের ২, সালথার ৩ ও ফরিদপুর সদরের ২৯ জন আছেন।

[৬] ফরিদপুরে পিসিআর ল্যাবের মাধ্যমে মোট ২০ হাজার ৭৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৭] ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১১২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়