শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান ত্যাগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও ডেপুটি চিফ অব স্টাফের পদত্যাগ চাইলেন ৯০ জেনারেল ও এ্যাডমিরাল

রাশিদুল ইসলাম : [২] অবসরপ্রাপ্ত এসব শীর্ষ মার্কিন জেনারেল ও এ্যাডমিরাল এক খোলাচিঠিতে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও চেয়ারম্যান অব দি জয়েন্ট চিফস অব স্টাফ মার্ক মিলির উচিত কারণ তারা তাদের দায়িত্বে চরম অবহেলা করেছেন এবং একারণেই আফগানিস্তান থেকে বিপর্যয়করভাবে ফিরে আসতে হয়েছে। ডেইলি মেইল

[৩] ফ্লাগ অফিসারস ফর ফ্রিডম গ্রুপের পক্ষ থেকে এর আগে প্রেসিডেন্ট বাইডেনের স্বাস্থ্যগত পরিস্থিতির জন্যে তার পদত্যাগের দাবি জানানো হয়। এবার এ গ্রুপের লেখা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ্যাডমিরাল জন পয়েনডেক্সার, সাবেক প্রেসিডেন্ট ওবামা ও ট্রাম্পের চিকিৎসক রনি জ্যাকসন প্রমুখ।

[৪] তারা চিঠিতে বলেন প্রেসিডেন্ট বাইডেন লয়েড ও মিলির পরামর্শ না শুনলেও নেতৃত্বের তাগিদেও তাদের পদত্যাগ করা উচিত ছিল। তাহলে অসৎভাবে আফগানিস্তান থেকে ফিরে আসতে হত না।

[৫] এসব মার্কিন সমরবিদরা বলেন আফগানিস্তান থেকে ফিরে আসা উচিত হলেও এভাবে বাগরাম বিমান ঘাঁটি ফেলে আসা ও তাড়াহুড়ো করে চলে আসার প্রয়োজন ছিল না। বাইডেনকে লয়েড ও মিলির আফগানিস্তান ফেরতের বিরুদ্ধেই বলা উচিত ছিল।

[৬] চিঠিতে তারা আরো বলেন যদি তারা আফগানিস্তান থেকে বিপজ্জনক প্রত্যাহার সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেনকে বুঝাতে সবরকমের চেষ্টা নাই করেন তাহলে এখন তাদের উচিত পদত্যাগ করা।

[৭] চিঠিতে এও বলা হয় বাইডেন বলেছিলেন আফগানিস্তান থেকে সকল মার্কিনীদের প্রত্যাহার করা হবে কিন্তু তাড়াহুড়ো করায় এখনো ১৫ হাজার মার্কিনী ও তাদের সহায়তাকারী ২৫ হাজার আফগান নাগরিক দেশটির বিপজ্জনক এলাকায় রয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়