শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২১, ০৪:৪৬ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২১, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান ত্যাগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও ডেপুটি চিফ অব স্টাফের পদত্যাগ চাইলেন ৯০ জেনারেল ও এ্যাডমিরাল

রাশিদুল ইসলাম : [২] অবসরপ্রাপ্ত এসব শীর্ষ মার্কিন জেনারেল ও এ্যাডমিরাল এক খোলাচিঠিতে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও চেয়ারম্যান অব দি জয়েন্ট চিফস অব স্টাফ মার্ক মিলির উচিত কারণ তারা তাদের দায়িত্বে চরম অবহেলা করেছেন এবং একারণেই আফগানিস্তান থেকে বিপর্যয়করভাবে ফিরে আসতে হয়েছে। ডেইলি মেইল

[৩] ফ্লাগ অফিসারস ফর ফ্রিডম গ্রুপের পক্ষ থেকে এর আগে প্রেসিডেন্ট বাইডেনের স্বাস্থ্যগত পরিস্থিতির জন্যে তার পদত্যাগের দাবি জানানো হয়। এবার এ গ্রুপের লেখা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এ্যাডমিরাল জন পয়েনডেক্সার, সাবেক প্রেসিডেন্ট ওবামা ও ট্রাম্পের চিকিৎসক রনি জ্যাকসন প্রমুখ।

[৪] তারা চিঠিতে বলেন প্রেসিডেন্ট বাইডেন লয়েড ও মিলির পরামর্শ না শুনলেও নেতৃত্বের তাগিদেও তাদের পদত্যাগ করা উচিত ছিল। তাহলে অসৎভাবে আফগানিস্তান থেকে ফিরে আসতে হত না।

[৫] এসব মার্কিন সমরবিদরা বলেন আফগানিস্তান থেকে ফিরে আসা উচিত হলেও এভাবে বাগরাম বিমান ঘাঁটি ফেলে আসা ও তাড়াহুড়ো করে চলে আসার প্রয়োজন ছিল না। বাইডেনকে লয়েড ও মিলির আফগানিস্তান ফেরতের বিরুদ্ধেই বলা উচিত ছিল।

[৬] চিঠিতে তারা আরো বলেন যদি তারা আফগানিস্তান থেকে বিপজ্জনক প্রত্যাহার সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেনকে বুঝাতে সবরকমের চেষ্টা নাই করেন তাহলে এখন তাদের উচিত পদত্যাগ করা।

[৭] চিঠিতে এও বলা হয় বাইডেন বলেছিলেন আফগানিস্তান থেকে সকল মার্কিনীদের প্রত্যাহার করা হবে কিন্তু তাড়াহুড়ো করায় এখনো ১৫ হাজার মার্কিনী ও তাদের সহায়তাকারী ২৫ হাজার আফগান নাগরিক দেশটির বিপজ্জনক এলাকায় রয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়