লিহান লিমা: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইউনিসেফ বলেছে, করোনার টিকার জন্য অগ্রাধিকারপ্রাপ্তদের মধ্যে শিক্ষক এবং স্কুলের কর্মীদেরদের থাকা অত্যন্ত জরুরী। এনডিটিভি
[৩]জাতিসংঘভূক্ত এই দুটি সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, মহামারীতে স্কুলগুলো যাতে খোলা থাকতে পারে তা নিশ্চিত করার জন্য শিক্ষক এবং স্কুলের অন্যান্য কর্মীদের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করতে হবে।
[৪]হু এর ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুজে এক বিবৃতিতে বলেন, ‘শিশুর শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক দক্ষতার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক এবং স্কুলের সঙ্গে সংশ্লিষ্টদের টিকা প্রাপ্তি আমাদের বিদ্যালয়গুলোকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে।’ তিনি আরো বলেন, মহামারী ইতিহাসে শিক্ষায় সবচেয়ে ভয়াব ব্যাঘাত সৃষ্টি করেছে।
[৫]সংস্থাগুলি দেশগুলোকে কোভিডের গুরুত্বর ঝুঁকি থেকে সুরক্ষায় ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকা দেয়ার আহ্বান জানিয়েছে।
[৬]টিকা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে সংস্থাগুলো মহামারীকালীন স্কুলের পরিবেশ উন্নত করা, কক্ষের আকার বৃদ্ধি, সামাজিক দুরুত্ব, শিশু, শিক্ষক এবং কর্মীদের নিয়মিত কোভিড পরীক্ষা নিশ্চিতেরও আহ্বান জানায়।