শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেললাইনে বসে গল্পে মগ্ন প্রেমিক যুগল, মর্মান্তিক দুর্ঘটনা

ডেস্ক নিউজ: রেল লাইনে বসে গল্প করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল প্রেমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন প্রেমিকা। ভারতের দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া টাইমসের।

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, কুলপি থানা এলাকার বকচর গ্রামের বাসিন্দা মাসুম শেখ (১৮) ও তনুজা খাতুন নামের প্রেমিক যুগল রেললাইনে বসে গল্প করছিল। গল্পে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে, ওই লাইনে ট্রেন ঢুকলেও তারা প্রথমে বুঝতে পারেননি। ট্রেনের হুইসেলের শব্দও তাদের কানে ঢুকেনি। তারপর যখন বুঝতে পারেন তখন আর তারা সরে যাওয়ার সুযোগ পাননি। ইন্ডিয়া টাইমস

ইন্ডিয়া টাইমস জানায়, কুলপি থানা এলাকার বকচর গ্রামের বাসিন্দা মাসুম শেখের ডাউন ডায়মন্ডহারবার লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মৃত্যু হয়েছে। তাঁর প্রেমিকা ১৭ বছরের ও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ডহারবার গর্ভণমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরই স্থানীয়রা ডায়মন্ড হারবার জিআরপি থানার পুলিশকে খবর দেন। খবর পেয়েই ডায়মন্ড হারবার জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাগ্রস্ত দু'জনকে উদ্ধার করে ডায়মন্ডহারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাসুম শেখকে মৃত বলে ঘোষণা করেন। তনুজা খাতুনের অবস্থাও আশঙ্কাজনক। তাঁর কোমর ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।

প্রেমিক যুগলের অসাবধানতার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ডায়মন্ডহারবার GRP-র তরফে জানানো হয়েছে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়