শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মোস্তাফিজকে সামলানোর পথ খুঁজছে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক : [২] অ্যাস্টন আগার জানিয়েছেন মোস্তাফিজুর রহমান দ্রুতগতির স্পিনার ও দুর্বোধ্য বোলার।

[৩] তিনি আরো জানান, মোস্তাফিজ অস্ট্রেলিয়া সিরিজে অবিশ্বাস্য বোলিং করেছে। তার বল ছোঁড়ার দৃশ্যও চোখকে আরাম দেয়। আমি মনে করি অন্যান্য বাংলাদেশি খেলোয়াড়দের মতোই সে আমাদের জন্য হুমকি। আমাদের তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আক্রমণ করতে হবে। ম্যাচে কিভাবে তাকে সামলাবো সেই পথ খুঁজছি। চাপ তৈরি করে, ভিন্ন কিছু করে তার বিপক্ষে ভালো করতে হবে।

[৪] নিউজিল্যান্ডের সামনে যে চ্যালেঞ্জ, অস্ট্রেলিয়া সেই চ্যালেঞ্জ উতরাতে পারেনি। পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে মোস্তাফিজ বড় ধাঁধা হয়ে ছিলেন। তাকে সামলাতে রীতিমত হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা। সিরিজে ১০২ বল করেছিলেন। তার ৫৮ বলই ছিল ডট। রান দিয়েছে মাত্র ৬০। পরিসংখ্যানই বলে দেয়, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ওপর কতটা দোর্দন্ড প্রতাপ দেখিয়েছেন।

[৫] নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য বাঁহাতি পেসার বড় হুমকি তা বলার অপেক্ষা রাখে না। অবশ্য প্রস্তুতিতে কমতি রাখেনি নিউ জিল্যান্ড। বাংলাদেশে আসার আগে মাউন্ট মাঙ্গানিউতে বাংলাদেশের মতো কন্ডিশন তৈরি করে ক্যাম্প করেছে কিউইরা। গ্লেনের বিশ্বাস প্রস্তুতির সবটুকু উজার করে দিতে পারবে তার শিষ্যরা,সময় বলে দেবে আমাদের কেমন সুযোগ আছে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।

[৬] আমাদের একাধিক ক্যাম্প হয়েছে নিউ জিল্যান্ডে। সেখানে আমরা এ ধরণের কন্ডিশন অনুযায়ী অনুশীলন করেছি। ওভালে দুই দিনের অনুশীলন করেছি যা আমাদেরকে ভালো প্রস্তুতির সুযোগ করে দিয়েছে। আমরা প্রস্তুতিতে ঘাটতি রাখিনি। মাঠে নেমে আমাদেরকে পারফর্ম করতে হবে যেন বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু পেতে পারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়