সাকিবুল আলম:[২] তালিবান যোদ্ধারা ১৫ আগস্ট কাবুল দখলের দিন বিকেলেই ব্যাংকসহ বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। তালিবান কাবুল দখলের কিছু পরেই আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি বিপুল অর্থ-সম্পত্তি নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। আল জাজিরা
[৩] প্রাথমিকভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিলো তালিবান সশস্ত্র গোষ্ঠীর হামলা ও লুটপাটের আশঙ্কায়।
[৪] ওয়াশিংটনের সিদ্ধান্তে আফগানিস্তান কেন্দ্রীয় ব্যাংকের ৭ বিলিয়ন মার্কিন ডলার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও এ সপ্তাহে বরাদ্দকৃত ৪৬০ মিলিয়ন ইউএস ডলার বন্ধ করে দিয়েছে। আফগান ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার এটিও অন্যতম একটি কারণ।
[৫] দেশটির বেসরকারি চাকরিজীবীরা আরো বিপদে রয়েছে। তালিবান ক্ষমতা দখলের পর বেশির ভাগ বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মী ছাঁটাই করেছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী